আলিপুরদুয়ার: লোকসভা ভোটের ফলাফল মিটতেই শুরু তৃণমূলে যোগদান পর্ব। রবিবার আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের রাজাভাতখাওয়া অঞ্চলের বনবস্তি এলাকার প্রায় ৭২টি পরিবার বিজেপি ছেড়ে যোগদান করল তৃণমূলে। এদের মধ্যে বিজেপির বুথ ও অঞ্চলস্তরের নেতৃত্বরা রয়েছেন বলে দাবি তৃণমূল নেতৃত্বের।
এদিন কালচিনি তৃণমূল কার্যালয়ে তৃণমূলের যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। যেখানে রাজাভাতখাওয়া অঞ্চলের ২৮ ও ২৯ বনবস্তির বিজেপির কর্মী সমর্থকরা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন। আগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের আলিপুরদুয়ার জেলা চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা ও কালচিনি ব্লক সভাপতি অসীম লামা সহ অন্যান্য নেতৃত্বরা।
আরও পড়ুন: প্রথম বিধায়ক হিসেবে পানপাতিয়া কল পর্বতারোহণ করলেন অরুণাভ সেন
এদিনের যোগদানের বিষয়ে তৃণমূল জেলা চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা বলেন, এ বছর লোকসভায় জেলায় বিজেপি জয়ী হলেও তাদের সংগঠন আগের তুলনায় অনেকটাই দুর্বল করতে পেরেছি আমরা। আগামীতে জেলায় বিজেপির অস্তিত্ব থাকবে না। যদিও এই যোগদানের বিষয়ে বিজেপির তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
দেখুন আরও অন্যান্য খবর: