পূর্ব বর্ধমান: কালনায় টিউবওয়েলের জল খেয়ে ডায়রিয়ায় আক্রান্ত হাসপাতালে ভর্তি আট জন। এদের মধ্যেই মৃত্যু হল দুজনের। কালনার থানার অন্তর্গত অকালপোষ পঞ্চায়েতের নারেঙ্গা এলাকায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে কালনা মহকুমা হসপিটালে ভর্তি ৮। যার মধ্যে গতকাল থেকে আজ পর্যন্ত ২ জনের মৃত্যু হয়েছে। আর এর পরই ঘটনার জেরে আতঙ্কিত কালনা হসপিটালে ভর্তি থাকা ডায়রিয়া আক্রান্ত রোগীরা।
রবিবার কালনা হাসপাতালে ডায়রিয়া আক্রান্ত রোগীদের দেখতে হাসপাতালে হাজির হন বিধায়ক দেবপ্রসাদ বাগ। জানা গিয়েছে, গত দুই দিন ধরে নারেঙ্গা স্কুল পাড়া এলাকা থেকে বেশ কয়েকজন পায়খানা ও বমি উপসর্গ নিয়ে কালনা মহকুমা হসপিটালে ভর্তি হয়। যাদের মধ্যে গতকাল সজনী হাঁসদা ও আজ রবিবার সকালে ধীরেন হাঁসদা এই দুই জন মারা যান। একই এলাকার ২ জনের মৃত্যুর পর আতঙ্কিত ওই এলাকা থেকেই ডায়রিয়া আক্রান্ত হয়ে কালনা হসপিটালে ভর্তি থাকা রোগীরা।
এদিন দুপুরে ওই এলাকায় পৌঁছয় মেডিক্যাল টিম। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই এলাকায় একটি টিউবয়েল রয়েছে তারই জল পান করেন এলাকার বাসিন্দারা। একই সাথে এলাকায় রয়েছে একটি পুকুর সেখানেই বাকি কাজকর্ম সারেন এলাকাবাসী। স্থানীয় পঞ্চায়েত প্রধান জানান, এলাকার টিউবয়েল ও পুকুরের জল পরীক্ষার জন্যে পাঠানো হয়েছে। তবে এই বিষয় নিয়ে হাসপাতাল সুপারকে একাধিক বার ফোন করা হলে তিনি ফোন ধরেননি।