মুর্শিবাদ: বন্যার জলে ডুবে মৃত্যু নাবালিকার। নৌকার ব্যবস্থা না করায় প্রশাসনের উপর ক্ষোভ পরিবারের সহ মুর্শিদাবাদের সোনাভারুই গ্রামের বাসিন্দাদের। মায়ের সঙ্গে ত্রাণ নিতে বেরিয়ে বন্যার জলে ডুবে মৃত্যু হল ৯ বছরেরে এক নাবালিকার। মঙ্গলবার দুপুর ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বড়ঞা থানার সোনাভারুই গ্রামে। মৃত নাবালিকার নাম দিস্তা বাগদী।
টানা বৃষ্টির কারণে কুয়ে নদীর জলচ্ছাসে সোনাভারুই গ্রামের রাস্তা ঢুবেছে বন্যার জলে। এদিন গ্রামের বাইরে বাদশাহী সড়কের উপর প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ দেওয়া হচ্ছে শুনে মায়ের সঙ্গে বেরিয়ে ছিল দিস্তা। জলমগ্ন রাস্তায় পা হড়কে জলের তোড়ে ভেসে যায় সে। আশপাশের লোকজন তাকে দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর উদ্ধার করে। তবে ততক্ষণে মৃত্যু হয়েছে তার। পরে বড়ঞা থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়।
আরও পড়ুন: কর্মবিরতি চলবে, ফের আলোচনায় বসতে চাই, জানালেন ডাক্তাররা
মৃতের পরিবার সহ গ্রামের মানুষের অভিযোগ, টানা তিন দিন ধরে গ্রামের রাস্তা জলে ঢুবে আছে। প্রশাসনের কাছে বারবার দরবার করা হয়েছে নৌকা চালানোর জন্য। তবে প্রশাসন তাতে কোনও কর্ণপাত না করায় প্রাণ হারাতে হল একরত্তি মেয়েকে।
দেখুন আরও অন্যান্য খবর: