সিউড়ি: শনিবার সকাল থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে প্রবল বৃষ্টি। সেইসঙ্গে বইছে ঝোড়ো হাওয়া। এর জেরে অটোর উপর গাছ ভেঙে পড়ে মৃত্যু হল এক ব্যবসায়ীর। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে বীরভূমের সিউড়ি এলাকায়। মৃত ওই ব্যবসায়ীর নাম ননীগোপাল ব্যাপারী। তিনি কড়িধ্যার বাসিন্দা ছিলেন।
স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে ব্যবসার কাজে বেরিয়েছিলেন ননীগোপাল। এদিন সকাল সাড়ে ৯টা নাগাদ সিউড়ি থেকে ব্যবসার মালপত্র নিয়ে ইলামবাজারের উদ্দেশ্যে অটোতে যাচ্ছিলেন তিনি। সেই সময় ১৮ নম্বর ওয়ার্ডের মাদ্রাসা পল্লি এলাকায় বৃষ্টির কারণে গাছ ভেঙে পড়ে ওই অটোর উপর। ঘটনাস্থলে গুরুতর আহত অবস্থায় ননীগোপাল ও অটোর চালককে নিয়ে যাওয়া হয় সিউড়ি সদর হাসপাতালে। হাসপাতালে চিকিৎসা চলাকালীনই মৃত্যু হয় ননীগোপালের। মাথায় ও শরীরের নানা অংশে চোট নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন চালক।
আরও পড়ুন: উপত্যকায় জঙ্গি হামলা, ভারতীয় জওয়ানেের গুলিতে খতম ৩
এই ঘটনায় সিউড়ি থেকে বোলপুর যাতায়াতের প্রধান রাস্তায় ব্যাপক যানজট পরিস্থিতি তৈরি হয়। ঘটনাস্থলের দুই দিকে কয়েক কিলোমিটার লম্বা যানজট তৈরি হয়েছে। পুলিশ ও দমকল কর্মীরা গাছের ডালটিকে কেটে রাস্তা পরিষ্কারের কাজ করছেন।
দেখুন আরও অন্যান্য খবর: