Tuesday, July 8, 2025
Homeরাজ্যভূপতিনগর ঘটনায় এনআইএ-র বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা
Bhupatinagar Incident

ভূপতিনগর ঘটনায় এনআইএ-র বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা

শ্লীলতাহানির মামলা করল গ্রেফতার তৃণমূল নেতার স্ত্রী

Follow Us :

পূর্ব মেদিনীপুর: ভূপতিনগর (Bhupatinagar) নিয়ে আরও গাঢ় হল কেন্দ্র রাজ্য সংঘাত। ভূপতিনগর ঘটনায় (Bhupatinagar Incident) এবার দায়ের হল শ্লীতলহানির অভিযোগ। এনআইএ (NIA)-র বিরুদ্ধে শ্লীলতাহানির মামলার রুজু করল গ্রেফতার তৃণমূল নেতা মনোব্রত জানার স্ত্রী। তল্লাশির নামে এনআইএ টিম মনোব্রতর স্ত্রীর উপর টর্চার এবং শ্লীলতাহানি করেছিল বলে অভিযোগ দায়ের হল ভূপতিনগর থানায়। পুলিশ সূত্রে খবর, কেন্দ্রীয় এজেন্সি NIA-এর বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা দায়ের হল ধৃত তৃণমূল নেতার পরিবারের অভিযোগের ভিত্তিতে। তৃণমূল নেতার স্ত্রীর অভিযোগ, ব্লাউজ ছিঁড়ে গোপনঙ্গে লাথি মেরেছে অফিসাররা।

আরও পড়ুন: কারার ওই লৌহকপাট, ভেঙে ফেল কর রে লোপাট (পর্ব ৩৭)

উল্লেখ্য, শনিবার ভোরে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে বিস্ফোরণ-কাণ্ডের তদন্তে গিয়ে হামলার মুখে পড়েন এনআইএ (NIA)-র তদন্তকারী আধিকারিকরা। ভূপতিনগরে বিস্ফোরণের ঘটনায় অভিযুক্ত দুই তৃণমূল নেতাকে গ্রেফতার করে ফেরার সময় আক্রান্ত হন এনআইএ আধিকারিকরা। ধৃতদের ছেড়ে দেওয়ার দাবিতে এনআইএ-র আধিকারিক এবং কেন্দ্রীয় বাহিনীকে লক্ষ্য করে ইট, পাথর ছোড়া হয়। ঘটনায় এনআইএ-র গাড়ির কাচ ভাঙে, দুই এনআইএ আধিকারিক আহতও হন।

আরও পড়ুন: এনআইএ-ই হামলা করেছে, তপনের জনসভায় পাল্টা দাবি মমতার

২০২২ সালের ডিসেম্বরে বিস্ফোরণে কেঁপে উঠেছিল ভূপতিনগর (Bhupatinagar Blast)। মৃত্যুও হয়েছিল তিন জনের। সেই ঘটনার তদন্তভার এনআইএর হাতে দিয়েছিল আদালত। আদালতের নির্দেশে সেই বিস্ফোরণের ঘটনার তদন্ত করতে গিয়েই হামলার কবলে পড়তে হল এনআইএ-কে। এর আগে গত ৫ জানুয়ারি উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে তৃণমূল নেতা শাহজাহানের বাড়িতে রেশন দুর্নীতি কাণ্ডের তদন্তে গিয়ে আক্রান্ত হয়েছিল ইডি। প্রাণ বাঁচিয়ে পালাতে হয়েছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। তার রেশ কাটতে না কাটতেই এবার আক্রান্ত হল এনআইএ।

আরও খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39