বনগাঁ: সোমবার বনগাঁর কয়েক জন বাসিন্দা পেয়েছিলেন আধার কার্ড বাতিলের চিঠি। এ বার বাগদার পুরাতন হেলেঞ্চা গ্রামে ৩৩ জনের কাছে এল আধার কার্ড বাতিলের চিঠি। স্থানীয় পঞ্চায়েত সদস্যে দাবি, আধার কার্ড বাতিলের চিঠি পেয়ে আতঙ্কিত বাসিন্দারা।
এ বিষয়ে ওই এলাকার এক বাসিন্দা বলেন, আধার কার্ড বাতিল হওয়ার কারণে রেশন পাচ্ছি না। ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারছি না। নানা পরিষেবা থেকে বঞ্চিত আমরা। আমি চাই, পুনরায় আমার আধার কার্ড চালু হোক। স্থানীয় আরও এক বাসিন্দা বলেন, আধার বন্ধ হয়ে গিয়েছে। এ জন্য রেশন তুলতেও পারছি না। কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন, দয়া করে আমাদের আধার কার্ড আবার চালু করে দিন।
এদিকে কৃষ্ণগঞ্জ ব্লকের প্রচুর মানুষ মতুয়া সম্প্রদায়ের। কৃষ্ণগঞ্জ ব্লকের তারকনগরে মতুয়াদের মধ্যেও ক্ষোভ দেখা দিয়েছে আধার কার্ড বন্ধের চিঠি পেয়ে। ওই এলাকার মানুষ বলছেন, তাদের এখানে ২০ হাজার মানুষের বাস। এর মধ্যে প্রায় ৭০০ মানুষের কাছে আধার কার্ড বাতিলের নোটিস এসেছে। তাঁদের দাবি, আধার কার্ড বাতিল হলে শান্তনু ঠাকুরেরও আধার কার্ড বাতিল হোক। দুশ্চিন্তায় ঘুম উড়েছে সকলের।
আরও পড়ুন: সন্ধান চাই বিজেপি সাংসদ-বিধায়কের, পোস্টারে ছয়লাপ দুর্গাপুর
এ বিষয়ে কৃষ্ণগঞ্জ বিডিও সৌগত সাহা জানিয়েছেন, বিষয়টি তিনি জেনেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানিয়েছেন। যে ভাবে নির্দেশ আসবে সেভাবেই ব্যবস্থা নেওয়া হবে।
দেখুন আরও অন্যান্য খবর: