শিলিগুড়ি: দুর্ঘটনার কবলে পুণ্যার্থী বোঝাই গাড়ি, মৃত হল ৭। শ্রাবণ মাসের শেষ সোমবার ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে পড়ল পূর্ণার্থী বোঝাই একটি গাড়ি। দুর্ঘটনার জেরে মৃত্যু হয় এক সিভিক ভলান্টিয়ার সহ সাতজনের। সোমবার ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি সংলগ্ন বাগডোগরার মুনি চা বাগান সংলগ্ন হাওদিজোতে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে ওই পূণ্য়ার্থীরা বাবা ভোলেনাথ মন্দিরে পুজো দিতে যাচ্ছিলেন। সেই সময় একটি দ্রত গতিতে আসা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে তাঁদের। ঘটনাস্থলেই মৃত্যু হয় সাতজনের। দুজনকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতলে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম বাগডোগরার তারবান্ধার বাসিন্দা সিভিক ভলান্টিয়ার প্রহ্লাদ রায়, গোকুলজোতের বাসিন্দা গোবিন্দ সিংঘ, অমলেশ চৌধুরী, কনক বর্মন, প্রণব রায়, পদকান্ত রায়।
আরও পড়ুন: দিল্লি হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কেজরি
পাশাপাশি মৃত্যু হয়েছে সিকিমের এক বাসিন্দার। তাঁর নাম ও পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। এছাড়াও ঘটনায় আহত হয়েছে আরও দুজন। ঘটনার পর পুলিশ মৃত ও আহতদের স্থানীয়দের সহযোগিতায় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সহকারি সভাধিপতি রোমা রেশমি এক্কা।
দেখুন আরও অন্যান্য খবর: