ডুয়ার্স: হাইকোর্টের নির্দেশে জাতীয় সড়কের জমিতে থাকা পাঁচটি দোকান ভাঙা হল। শুক্রবার সকাল থেকে মাল শহরের সুভাষ রোড লাগোয়া হাইরোডের জমিতে থাকা পাঁচটি দোকান ঘর ভাঙার কাজ শুরু হয়েছে। জানা গেছে, মাল শহরের ওপর দিয়ে যাওয়া ন্যাশনাল হাইওয়ের জমিতে অবৈধভাবে পাঁচটি দোকানঘর নির্মাণ করা হয়। আর ন্যাশনাল হাইওয়ের (National Highway) জমিতে দোকান ঘর নির্মিত হওয়ায় সামনে থাকা বাড়িগুলি পিছনে পড়ে যায়। সেইসব বাড়ির সদস্যরা হাইকোর্টের দ্বারস্থ হয়।
গত ১৪ মে হাইকোর্ট (High Court) নির্দেশ দেয় ন্যাশনাল হাইওয়ের জমিতে থাকা দোকান ঘরগুলি ভেঙে ফেলতে হবে। এরপর বৃহস্পতিবারই দোকানঘরে থাকা জিনিসপত্র সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়। আর শুক্রবার সকাল থেকে সেই দোকানঘর গুলো হাইকোর্টের নির্দেশে ভাঙার কাজ শুরু হয়েছে। দোকানঘর ভেঙে ফেলায় বিপাকে পড়া শুভশঙ্ক ঘোষ নামে এক ব্যক্তি জানিয়েছেন, হাইকোর্টের রায়কে সম্মান জানিয়ে আমরা দোকান ঘরে থাকা জিনিসপত্র সরিয়ে নিয়েছি। তবে দোকানঘর ভেঙে ফেলায় আমরা বিপাকে পড়লাম। আমরা চাই আমাদের ক্ষতিপূরণের বিষয়টি যেন দেখা হয়।
আরও পড়ুন: লোকাল ট্রেনে প্রচার সারলেন বামপ্রার্থী সৃজন
এবিষয়ে এনএইচ ডিভিশনের (NH Division) এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার দেবব্রত ঠাকুর জানিয়েছেন, গত ১৪ তারিখ হাইকোর্ট নির্দেশ দিয়েছিল ১৭ তারিখের মধ্যে এনএইচের জমিতে থাকা ঘরগুলি ভেঙে ফেলতে হবে। তাই শেষ দিনে আজকে আমরা এনএইচের জমিতে থাকা ঘর ভেঙে দিলাম। মাল থানার (Mal PS) সহযোগিতার একটি পাকা ঘর সহ তিনটি টিনের শেড ভেঙে দেওয়া হয়েছে।
আরও খবর দেখুন