কলকাতা: পঞ্চম দফার ভোটে আরও কড়া নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করছে নির্বাচন কমিশন (Election Commission of India)। সন্দেশখালির (Sandeshkhali) উপরে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে। চতুর্থ দফার ভোট মিটতেই পঞ্চম দফায় সাতটি লোকসভা কেন্দ্রের ভোটের প্রস্তুতি বৈঠক হল মুখ্য নির্বাচনী আধিকারিক এর দফতরে। এই বৈঠক হয় মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সঙ্গে জাতীয় নির্বাচন কমিশনের। বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব, ভিডিও কনফারেন্সে রাজ্যের নিযুক্ত স্পেশাল জেনারেল অবজারভার, স্পেশাল পুলিশ অবজারভার, অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিকরা এবং পঞ্চম দফার লোকসভা কেন্দ্রগুলির সংশ্লিষ্ট জেল শাসকরা এবং অন্য আধিকারিকরা।
প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় দফার থেকে চতুর্থ দফায় অশান্তির খবর অনেক বেশি এসেছে। সেখান থেকেই শিক্ষা নিয়ে গতকালই মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব জানিয়েছিলেন পঞ্চম দফার সাতটি লোকসভার জন্য ৭৬২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে । চতুর্থ দফায় ১৭১ সেকশন কিউআরটি ছিল পঞ্চম দফায় সেই কিউআরটির সংখ্যাও বাড়ানো হতে পারে এমনটাই কমিশন সূত্রে খবর। পঞ্চম দফায় যে সাতটি লোকসভা কেন্দ্রে নির্বাচন রয়েছে সেই কেন্দ্রগুলির মধ্যে বেশ কয়েকটি কেন্দ্রে ভোটে হিংসার ইতিহাস রয়েছে। সেই ইতিহাসই পাল্টাতে বদ্ধপরিকর কমিশন । চতুর্থ দফার নির্বাচন থেকে শিক্ষা নিয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছে মুখ্য নির্বাচনী আধিকারিক দফতর। পঞ্চম দফায় বাড়তি নিরাপত্তা সুনিশ্চিত করতে চাইছে নির্বাচন কমিশন। সংখ্যা বাড়ছে অনেকটাই। ৯৬০ সেকশন কিউআরটি মোতায়ন করার পরিকল্পনা নির্বাচন কমিশনের।
আরও পড়ুন: কংগ্রেস উত্তর প্রদেশে একটি আসনও জিততে পারবে না, বললেন মোদি
সন্দেশখালির উপরে বিশেষ নজর নির্বাচন কমিশনের। জেলা নির্বাচনী আধিকারিককে পরিস্থিতির উপরে কড়া নজর রাখতে নির্দেশ মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের। কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রস্তুত থাকতে বলা হয়েছে জেলা প্রশাসনকে। সন্দেশখালিতে দফা দফায় উত্তেজনা সৃষ্টি হচ্ছে। তাই সন্দেশখালির উপরে বিশেষ নজর রাখতে নির্দেশ নির্বাচন কমিশনের। গতকাল পুলিসের অভিযানের পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। মিডিয়া মনিটরিং সিস্টেমের মাধ্যমে নজরদারি চলছে সন্দেশখালির উপরে। পঞ্চম দফা বসিরহাট পুলিশ জেলায় থাকছে ১৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
আরও খবর দেখুন