Placeholder canvas
HomeScroll২৪ ঘণ্টা পর তৃণমূল বিধায়কের রাইসমিলে তল্লাশি অব্য়াহত আয়করের

২৪ ঘণ্টা পর তৃণমূল বিধায়কের রাইসমিলে তল্লাশি অব্য়াহত আয়করের

বিষ্ণুপুর: ৩০ ঘণ্টারও বেশি সময় অতিক্রান্ত বাঁকুড়ার বিষ্ণুপুরের বিধায়ক তথা ব্যবসায়ী তন্ময় ঘোষের রাইস মিলে এখনও তল্লাশি অব্যাহত আয়কর দফতরের। বুধবার সকাল ১১টা নাগাদ আয়কর দফতরের প্রতিনিধিরা তন্ময়ের রাইস মিলে তল্লাশিতে ঢোকেন। তারপর থেকে এখনও পর্যন্ত তন্ময়ের রাইস মিলেই চলছে তল্লাশি। মাঝে ১ ঘণ্টার জন্য তন্ময়কে ছাড়া হয়।

বৃহঃস্পতিবার সকালে বিধায়ক তন্ময় ঘোষ পৌঁছন রাইস মিলে। তারপর থেকে আয়কর আধিকারিকদের মুখোমুখি হন বিধায়ক। চার ঘন্টারও বেশি সময় ধরে বিধায়ককে জিজ্ঞাসাবাদ ও বিভিন্ন তথ্য জানার কাজ চেষ্টা করেন তদন্তকারিরা।

বুধবার বেলা ১১টা নাগাদ বিষ্ণুপুরে এক যোগে বিধায়কের কার্য্যলয়, মদের দোকান ও রাইস মিলে হানা দেয় আয়কর বিভাগ। কেন্দ্রীয় বাহিনী নিয়ে আয়কর বিভাগ তল্লাশি অভিযানে নামে। তার পর থেকে তাঁরা আর বেরোননি। কেন্দ্রীয় বাহিনী ঘিরে রেখেছে রাইস মিল। ভিতরে চলছে তল্লাশি প্রক্রিয়া। সূত্রের খবর, রাইস মিলে লেনদেনের সমস্ত রকম নথি খতিয়ে দেখছেন আয়কর দফতরের প্রতিনিধিরা। নথি নিয়ে কোনও প্রশ্ন থাকলে তা রাইস মিলের কর্মীদের কাছেই জেনে নিচ্ছেন তাঁরা। প্রতিটি নথি খুঁটিয়ে দেখতে গিয়ে সময় লাগছে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: বৃষ্টির জেরে স্কুলে ছুটির ঘোষণা মাদুরাইয়ে

তন্ময় ২০১৫ সালে রাজনীতিতে যোগ দেন। তিনি বিষ্ণুপুর পুরসভার কাউন্সিলর হয়েছিলেন। ২০২০ সালের মে মাসে বিষ্ণুপুর পুরসভার নির্বাচিত বোর্ডের মেয়াদ শেষ হলে তাঁকে প্রশাসকমণ্ডলীতে আনা হয়। পাশাপাশি, ওই বছরই তন্ময়কে বিষ্ণুপুর শহরের যুব তৃণমূলের সভাপতির দায়িত্বও দেওয়া হয়।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments