বীরভূম: অনুব্রত মণ্ডল ও কাজল শেখের পর এবার বীরভূমে তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর দ্বন্দ্ব প্রকাশ্যে। জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতির বিরুদ্ধে অপসংস্কৃতি, হুমকি, মদ্যপ অবস্থায় কর্তব্যরত সরকারি কর্মীকে হেনস্থার লিখিত অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। অভিযোগ জানিয়েছেন জেলার তৃণমূল ছাত্র পরিষদের সহ-সভাপতি প্রীতম দাস।
দলের শীর্ষ নেতৃত্ব অনুব্রতকে যখন কোর কমিটির সঙ্গে সমন্বয় রেখে চলার কথা বলছে, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে এবার বীরভূমে প্রকাশ্যে তৃণমূল ছাত্র পরিষদের দুটি গোষ্ঠীর দ্বন্দ্ব। একটি সভাপতির, অপরটি সহ-সভাপতি গোষ্ঠী।
আরও পড়ুন: আবাসের তালিকা নিয়ে জরুরি বৈঠক নবান্নে
বীরভূমের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বিক্রমজিৎ সাউ। তাঁর বিরুদ্ধে অপসংস্কৃতি, ছাত্র যুবদের মধ্যরাত্রিতে হুমকি, মদ্যপ অবস্থায় রাত্রে সরকারি কর্তব্যরত কর্মীকে হেনস্থার অভিযোগ জানিয়ে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন প্রীতম।
প্রীতমের অভিযোগ, রাত হলেই মদ্যপ অবস্থায় তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বিক্রমজিৎ সাউ ছাত্রদের অশ্লীল ভাষায় গালিগালাজ করছেন। হুমকি দিচ্ছেন, দল বিরোধী কাজ করছেন। কখনও আবার মদ্যপ অবস্থায় কর্তব্যরত সরকারি কর্মীকে হেনস্থা করছেন। আমরা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইমেল ও পোষ্টের মাধ্যমে অভিযোগ জানিয়েছি। আমরা বহুদিন ধরে বীরভূমে তৃণমূল ছাত্র পরিষদ করছি। আমরা চাই সভাপতির বিরুদ্ধে দল ব্যবস্থা নিক। বীরভূম জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বিক্রমজিৎ সাউ অবশ্য এ বিষয় নিয়ে কোনও মন্তব্য করতে চাননি।
দেখুন আরও অন্যান্য খবর: