বীরভূম: অনুব্রত মণ্ডলের বিজয়া সম্মিলনী সভাতে প্রকাশ্যে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ। বৃহস্পতিবার বীরভূমের মুরারইতে ছিল বিজয়া সম্মিলনী অনুষ্ঠান। সেখানেই অনুব্রত মণ্ডল বলেন, কার জন্য মারামারি করবেন? কিসের জন্য করবেন? কোনও খুনোখুনি নয়। সকলেই শান্তিপূর্ণভাবে থাকুন। তাঁর এই বার্তা দেওয়ার পরও দেখা গেল এমন গোষ্ঠী সংঘর্ষ। রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতিয
জানা গিয়েছে, মুরারই ১ নম্বর ব্লকের ডুমুরগ্রাম গ্রাম পঞ্চায়েতের পরিচালনা করবেন কে, এ নিয়েই সংশ্লিষ্ট তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি শুরু হয়। পরিস্থিতি হাতের বাইরে যাওয়ায় হাতাহতি চরমে পৌঁছয়। স্থানীয় সূত্রে খবর, মুরারয় এক নম্বর ব্লকের ডুমুরগ্রাম গ্রাম পঞ্চায়েতের দুটি গোষ্ঠী তৃণমূলের। একটি গোষ্ঠী ব্লক সভাপতি বিনয় ঘোষের। অপর গোষ্ঠী আলি খান সংখ্যালঘু সেলের নেতা। বর্তমানে ডুমুরগ্রাম গ্রাম পঞ্চায়েত পরিচালনা করেন আলি খানের গোষ্ঠী টনিক। প্রাক্তন পঞ্চায়েত প্রধানের স্বামী নবাব শেখ পরিচালনা করতে চাইছেন। এই নবাব ব্লক সভাপতি বিনয় ঘোষ ও জেলা পরিষদের সদস্য বাবলু ভগতের অনুগামী হিসেবে পরিচিত। আর এই নিয়েই বিজয়া সম্মিলনী অনুষ্ঠানের মাঝেই বেঁধে যায় সংঘর্ষ। হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুপক্ষের কয়েকজন। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
আরও পড়ুন: কাজল শেখের খোঁজ করলেন অনুব্রত!
দেখুন আরও অন্যান্য খবর: