বোলপুর: কালীপুজোর পর জেলার ব্লকে ব্লকে স্বমহিমায় দেখা যাবে কেষ্টকে। এর আগে জেলার বোলপুরে দলীয় কার্যালয়ে প্রতিদিন নিয়ম করে বিকাল ৪টে থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত থাকবেন তিনি। সূত্রের খবর, ঘনিষ্ঠ মহলে এমনই ইচ্ছেপ্রকাশ করেছেন অনুব্রত মণ্ডল।
দু’বছর ১ মাস ১২ দিন পর নিজের জেলায় ফিরেছেন কেষ্ট। অনুব্রত জেলায় ফিরতেই তৃণমূলের অন্দরে জল্পনা শুরু হয়েছিল, তাহলে কোর কমিটির ভবিষ্যৎ কী? দল অবশ্য জানিয়ে দিয়েছে, আপাতত বীরভূম জেলার তৃণমূল সংগঠন দেখবে মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়ে দেওয়া ছয় সদস্যের কোর কমিটি।
আরও পড়ুন: প্রতিশ্রুতি পালন করা হচ্ছে না, ফের মুখ্যসচিবকে ইমেল জুনিয়র ডাক্তারদের
বুধবার অনুব্রত বোলপুরে জেলার তৃণমূল কংগ্রেসের প্রধান কার্যালয়ে যান। সেখানে এক প্রস্থ বৈঠক করেন তিনি। মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, বিধায়ক অভিজিৎ সিনহা, সাংসদ অসিত মাল, কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষ, বিধায়ক বিকাশ রায়চৌধুরী দেখা করেছেন। দেখা করেছেন জেলার অন্যান্য নেতারাও।
অনুব্রত মণ্ডল শারীরিকভাবে অসুস্থ। ওজন কমেছে প্রায় ৩০ কেজি। চলাফেরা করতে হচ্ছে অপরের সহযোগিতা নিয়ে। ঠিক এই অবস্থায় দল সিদ্ধান্ত নিয়েছে দুর্গাপুজো পর্যন্ত অনুব্রত জেলা সভাপতি থাকলেও জেলার সংগঠন চালাবে কোর কমিটি।
খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, অনুব্রত কি আগের মতই পুরনো ফর্মে ফিরতে পারবে। নাকি দল আস্তে আস্তে তাকে বসিয়ে দেবে। এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে বীরভূমের রাঙামাটি জেলার রাজনৈতিক মহলে।
দেখুন আরও অন্যান্য খবর: