Placeholder canvas
HomeScrollকল্যাণীর পর এবার নবদ্বীপ, ফের বন্ধ হল চাকদহ নাট্যজনের নাটক

কল্যাণীর পর এবার নবদ্বীপ, ফের বন্ধ হল চাকদহ নাট্যজনের নাটক

নবদ্বীপ: ফের নাটকে রোষ। কল্যাণীর পর এবার নবদ্বীপ পুরসভা। বন্ধ করে দেওয়া হল উৎপল দত্ত রচিত দেবেশ চট্টোপাধ্যায় নির্দেশিত চাকদহ নাট্যজন প্রযোজিত ব্যারিকেডের অভিনয়। জানা গিয়েছে, চাকদহ নাট্রোজেন সংস্থা আগামী ২০২৪ সালের ২৩ জানুয়ারি ব্যারিকেড নাটক মঞ্চস্থ করার জন্য অনুমতি নিয়েছিল। নবদ্বীপ পুরসভার চৈতন্য ভবন হলে এই নাটক মঞ্চস্থ হওয়ার কথা ছিল। এরপর অভিযোগ পুরসভা সেই হল বুকিং বাতিল করে দেয়। আর এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক। যদিও এখনও পর্যন্ত এ বিষয়ে পুরসভার কর্তৃপক্ষের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

নবদ্বীপ পুরসভার থেকে জানানো হয়, ব্যারিকেড নাটকটি করা যাবে না। পাশাপাশি অন্য নাটক হতে পারে বলে জানায় পুরসভা। অথচ, উৎপল দত্তের আরও বেশ কয়েকটি নাটক এই বঙ্গে নিয়মিত অভিনয় হচ্ছে। প্রশ্ন উঠছে, তাহলে কেন ব্যারিকেড নাটককে বাধা দেওয়া হচ্ছে?

আরও পড়ুন: বিশ্বকাপের সেমিফাইনালের আগে ওয়াংখেড়েতে গ্রেনেড হামলার হুমকি

RELATED ARTICLES

Most Popular

Recent Comments