পাথরপ্রতিমা: পাথরপ্রতিমার (Patharpratima) অচিন্ত্যনগর এলাকার মানুষের আতঙ্ক যেন পিছু ছাড়ছে না। নিম্নচাপের প্রবল বৃষ্টিতে গত কয়েক দিন আগে ঠাকুরান নদীর বেহাল মাটির বাঁধের বিস্তীর্ণ অংশে বড়সড় ধসের পাশাপাশি ফাটল দেখা দিয়েছিল। দুর্যোগ পরিস্থিতি স্বাভাবিক হতেই এলাকার বাসিন্দাদের দাবি মেনে শনিবার থেকে সেচ দফতর (Irrigation Department) বাঁধ মেরামতের কাজ শুরু করে। কিন্তু সেই কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করে মেরামত চলছে বলে অভিযোগ তুলে সরব হয়েছেন এলাকার বাসিন্দারা। এভাবে নিম্নমানের সামগ্রী ব্যবহার করলে আগামী দিনে প্রাকৃতিক দুর্যোগে বাঁধ রক্ষা করা সম্ভব নয় বলে দাবি এলাকার বাসিন্দাদের।
আরও পড়ুন: আপাতত কম, সপ্তাহের মাঝে ফের বাড়বে বৃষ্টি
নিম্নচাপের প্রবল বৃষ্টির জেরে অচিন্ত্যনগর (Achintya Nagar) গ্রাম পঞ্চায়েতের লাহাঘেরি এলাকার সেতু সংলগ্ন প্রায় ১০০ মিটার নদী বাঁধে আচমকা ধস দেখা দিলে প্লাবনের আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েছিল এলাকার প্রায় চারশোর বেশি পরিবার। এলাকার বাসিন্দারা দ্রুত বাঁধ মেরামতের জন্য স্থানীয় পঞ্চায়েত, ব্লক প্রশাসন এবং সেচ দফতরের কাছে লিখিত আবেদন জানান। বৃষ্টি থামতেই সেচ দফতর বাঁধ মেরামতের কাজ শুরু করলেও নিম্নমানের সামগ্রী ব্যবহারের ফলে ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা। কারণ, শালবল্লা ব্যবহার করার পরিবর্তে সরু এবং দীর্ঘদিনের পুরনো শুকনো বাঁশ দিয়ে তৈরি করা হচ্ছে পাইলেন। এমনকী বাঁশ কাটা হচ্ছে খুবই ছোট করে। নদীর নরম মাটির মধ্যে কোনওরকমে পুঁতে দিয়ে মাটির বস্তা ফেলা হচ্ছে বলে অভিযোগ।
দেখুন অন্য খবর: