কলকাতা টিভি ওয়েব ডেস্ক: এবার জেলায় জেলায় কৃষিহাট তৈরির পরিকল্পনা রাজ্যের। ইতিমধ্যে এ বিষয়ে রাজ্যের বিভিন্ন জেলায় নির্দেশিকা পাঠিয়েছে নবান্ন। কৃষকদের সমস্যা দূর করতে এবং ন্যায্যমূল্যে সমস্ত কৃষিপণ্য পেতে সরকারের এই পরিকল্পনা বলে মনে করছেন অনেকে।
রাজ্যের বিভিন্ন জেলাশাসকদের কাছে কৃষিহাটের বিষয়ে সমস্ত তথ্য চেয়ে পাঠিয়েছে রাজ্য সরকার। এই হাটের জন্য বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে। কোথায় এই হাট বসতে পারে এবং কতটা এলাকা জুড়ে তা সম্ভব এ বিষয়ে রিপোর্ট চাওয়া হয়েছে জেলাশাসকদের কাছ থেকে। এছাড়াও রেল স্টেশন, বাস স্ট্যান্ড, মূল সড়ক থেকে কতটা দূরে এই হাট করা সম্ভব তাও জানতে চাওয়া হয়েছে এই নির্দেশিকায়। কৃষির পাশাপাশি বিভিন্ন হাতের কাজের তৈরি বিভিন্ন পণ্যও এই হাটে থাকবে বলে জানা গিয়েছে। এই হাটের জন্য নির্দিষ্ট কোনও এলাকা আছে কি না, এমনকী আশপাশে শৌচালয় আছে কি না তাও জানতে চাওয়া হয়েছে। শিল্পী এবং ব্যবসায়ীদের কথা মাথায় রেখে তাঁদের জন্য থাকার কোনও ব্যবস্থা ও অন্য কোনও সুযোগ-সুবিধা রয়েছে কি না, তা জানতে নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।
আরও পড়ুন: Rukbanur Rahman: টাকা নিয়ে চাকরি দেওয়ার অভিযোগ রুকবানুর বিরুদ্ধে, তৃণমূল বিধায়ক বললেন ‘সব চক্রান্ত’