
ময়ূরেশ্বর: ময়ূরেশ্বরের হরিশরা আদিবাসী পাড়ায় ডাইনি সন্দেহে দুই আদিবাসী মহিলাকে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ উঠল গ্রামবাসীদের বিরুদ্ধে। ডাইনি সন্দেহে দুই আদিবাসী মহিলাকে মেরে ফেলে দেওয়ার অভিযোগ মণিকণিকা কাদরের জলে। শুক্রবার ঘটনাটি ঘটেছে ময়ূরেশ্বর থানার হরিশরা আদিবাসী পাড়া গ্রামে।
এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যে ৬ জনকে আটক করেছে ময়ূরেশ্বর থানার পুলিশ। মৃতেরা হলেন হরিশড়া আদিবাসী পাড়ার লোদগি কিস্কু, বয়স ৬০ বছর ও ডাঙাল গ্রামের ডলি সরেন। দুজনকেই বাড়ি থেকে ডেকে নিয়ে এসে দড়ি দিয়ে বেঁধে লাঠি দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। এমনকী তাঁদের প্রাণে মেরে ফেলার অভিযোগ। তারপর দুজনকে নিয়েই কান্দরের জলে ভাসিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ উঠেছে। দুজনেরই মৃতদেহ পুলিশ উদ্ধার করে রামপুরহাট মর্গে পাঠিয়েছে। এই ঘটনায় আতঙ্ক রয়েছে গোটা গ্রামে।