বাঁকুড়া: গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে লক্ষ লক্ষ টাকা তছরূপের অভিযোগ পোস্ট মাস্টারের বিরুদ্ধে। অভিযোগ সামনে আসতেই ওই পোস্ট মাস্টারকে সাময়িক বরখাস্ত করে বিভাগীয় তদন্ত শুরু করল ডাক বিভাগ। পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই পোস্ট মাস্টারের নাম শ্রীকৃষ্ণ বেওড়া। তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করেছে ডাক বিভাগ। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বিষ্ণুপুর থানার মড়ার গ্রামীণ পোস্ট অফিস এলাকায়। এদিকে গচ্ছিত টাকা হারিয়ে মাথায় হাত ওই এলাকার বহু গ্রাহকের। কীভাবে টাকা ফিরে পাবেন, তা নিয়ে রাতের ঘুম ছুটেছে মড়ার গ্রামীণ পোস্ট অফিসের গ্রাহকদের।
গ্রাহকদের পোস্ট অফিসের অ্যাকাউন্ট থেকে গায়েব টাকা। লক্ষ লক্ষ টাকা তছরূপের অভিযোগ উঠল বাঁকুড়ার মড়ার গ্রামীণ পোস্ট মাস্টার শ্রীকৃষ্ণ বেওড়া নামে ওই পোস্ট মাস্টারের বিরুদ্ধে। সম্প্রতি বেশ কয়েকজন গ্রাহক নিজেদের পাস বুক নিয়ে স্থানীয় বিষ্ণুপুর মুখ্য ডাকঘর ও বাকাদহ সাব পোস্ট অফিসে নিজেদের অ্যাকাউন্ট সম্পর্কে তথ্য জানতে যান। সেখানে গিয়ে নজরে আসে, তাঁদের অ্যাকাউন্টে যে টাকা থাকার কথা তা নেই। এরপরেই বিষয় ছড়িয়ে পড়ে অনান্য গ্রাহকদের মধ্যে। এরপরে গ্রাহক নিজেদের অ্যাকাউন্ট খতিয়ে দেখেন গচ্ছিত টাকা নেই। সেভিংস, আরডি, ফিক্সড ডিপোজিট সব অ্যাকাউন্টে এমন গরমিল নজরে এসেছে গ্রাহকদের।
আরও পড়ুন: এবার নারকো টেস্টের অনুমতি চেয়ে শিয়ালদহ আদালতে সিবিআই
গ্রাহকদের দাবি, মড়ার গ্রামীণ পোস্ট অফিসের স্ট্যাম্প দেওয়া সাক্ষর করা পাস বুকে যে টাকা জমা রয়েছে অনলাইন অ্যাকাউন্টে সেই টাকা নেই। গ্রাহকদের অভিযোগ, পোস্ট অফিসে টাকা রেখে কোনও নিরাপত্তা নেই। সাধারন মানুষ যাবে কোথায়। টাকা ফেরত নিতে মড়ার গ্রামীণ পোস্ট অফিসের সামনে বসে গ্রাহকেরা। পোস্ট অফিস তালাবন্দ, দেখা যায়নি কোনও কর্মীকে। এই বিষয়ে অভিযুক্ত পোস্ট মাস্টার শ্রীকৃষ্ণ বেওড়ার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
জেলা ডাকঘর সূত্রে জানা গিয়েছে, অভিযোগ আসার পরেই সাময়িক বরখাস্ত করা হয়েছে কৃষ্ণ বেওড়া নামে ওই পোস্ট মাস্টারকে। তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করেছে ডাক বিভাগ। গ্রাহকের টাকা যে তছরূপ হয়েছে, তা স্বীকার করছে ডাক বিভাগ। কত জন গ্রাহকের টাকা তছরূপ হয়েছে, কত টাকা তছরূপ হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এই ঘটনায় পর পোস্ট অফিসে টাকা জমা রাখা যে নিরাপদ নয় তা অবশ্য মনে করছেন মড়ার এলাকার গ্রাহকরা।
দেখুন আরও অন্যান্য খবর: