সিউড়ি: ফের সরকারি হাসপাতালে চিকিৎসার গাফিলতির অভিযোগ। রোগী মৃত্যুকে কেন্দ্র করে বিরাট উত্তেজনা ছড়াল বীরভূমের সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। সিউড়ি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, অভিযুক্ত স্বাস্থ্য কর্মীদের শাস্তির দাবিতে সরব মৃতার পরিজনরা।
সূত্রের খবর, বীরভূম জেলার সদর শহর সিউড়ি। সিউড়ি পুরসভার তিন নম্বর ওয়ার্ডের ফকিরপাড়ার বছর ৩২ আশরা খাতুন বৃহস্পতিবার বিকেলে হাসপাতালে ভর্তি হন। পরিবারের দাবি, রক্ত প্রতিস্থাপনেন জন্য তাঁকে ভর্তি করা হয়েছিল। রক্ত প্রতিস্থাপনের পর রোগী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বলে অভিযোগ। চিকিৎসকদের ডাকলে কোনও পরীক্ষা-নিরীক্ষা না করেই ইনজেকশন দিয়ে দেওয়া হয়ে বলে দাবি পরিবারের। তারপর অসুস্থতা আরও বেড়ে যায় আশররা। বারবার ডাকা সত্ত্বেও চিকিৎসক থেকে নার্স কেউই আসেনি। তারপরেই মৃত্যু হয় আশরার। এরপরই ক্ষোভে ফেটে পড়েন রোগীর পরিবার। স্বাস্থ্য কর্মীদের শাস্তির দাবিতে সরব হন মৃতার পরিজনেরা। ঘটনাস্থলে সিউড়ি থানার পুলিশ এসে পরিস্থিতি সমাল দেয়।
আরও পড়ুন: লোকসভা ভোটের আগে ২ দিনের সফরে আজ রাজ্যে প্রধানমন্ত্রী
সরকারি হাসপাতালে আগেও চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ সামনে এসেছে। আবারও অভিযোগ, বিনা চিকিৎসায় রোগীর মৃত্যু। যদিও এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ তরফ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
দেখুন আরও অন্যান্য খবর: