বাঁকুড়া: আরজি করের ঘটনার মধ্যেই বাঁকুড়া মেডিক্যালের লেডিস হস্টেলে রাতের অন্ধকারে প্রাচীর টপকে দুষ্কৃতীর অনুপ্রবেশ। ঘটনায় আতঙ্কে হস্টেলের মহিলা চিকিৎসকেরা। এই ঘটনায় ফের লেডিস হস্টেলের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্নের মুখে বাঁকুড়া মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ।
মঙ্গলবার ভোর রাতে এক মহিলা চিকিৎসকের নজরের আসে হস্টেল ক্যাম্পাসে মধ্যে মুখ বাঁধা কালো জামাকাপড় পরা এক দুষ্কৃতীকে। ওই দুষ্কৃতীর হাতে কিছু ছিল সেটাও নজরে আসে ওই মহিলা চিকিৎসকের। এরপরেই ডিউটি থাকা গার্ডের নজরে আনা হলেও গার্ড কোনও ব্যবস্থা নেননি বলে অভিযোগ। ওই চিকিৎসকের দাবি, এরপরই ওই অনুপ্রবেশকারী দুষ্কৃতীকে ফলো করার পাশাপাশি অন্যান্য চিকিৎসকদের এবং মেডিক্যাল কলেজের সুপারকে বিষয়টি জানানো হয়। ক্যাম্পাসের পিছনের ঝোপের মধ্যে লুকিয়ে পড়ার পর আর তার খোজ পাওয়া যায়নি।
আরও পড়ুন: আদালতের দ্বারস্থ আরজি করে নিহত চিকিৎসকের পরিবার
আরজি করের ঘটনার রেশ এখন কাটেনি এরমধ্যেই লেডিস হোস্টেল ক্যাম্পাসে পাচিল টপকে মুখ ঢাকা দূষ্কৃতীর অনুপ্রবেশ ঘিরে নতুন করে আতঙ্ক ছড়াল বাঁকুড়া মেডিক্যাল কলেজের লেডিস হোস্টেলের মহিলা চিকিৎসকদের মধ্যে। আরজি করের ঘটনার পরে বাঁকুড়া মেডিক্যালের নিরাপত্তার নজির বিহীন ব্যর্থতা তা ফের প্রমানিত হল। এই ঘটনা ফের প্রমাণ করল মহিলা চিকৎসকরা এখনও নিরাপদ নয়। হাসপাতালের সুপার নিজেদের নিরাপত্তার ব্যর্থতার কথা স্বীকার করেছেন। ক্যাম্পাসে অনুপ্রবেশ ঠেকাতে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
দেখুন আরও অন্যান্য খবর: