কালনা: দশম শ্রেণির এক ছাত্রীকে নির্জন জায়গায় ডেকে নিয়ে গিয়ে শ্লীলতাহানির অভিযোগ উঠল শিক্ষকের বিরুদ্ধে। অভিযোগ দায়ের নাদনঘাট থানায়। অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে শুক্রবার কালনা মহকুমা আদালতের তোলা হয়। শিক্ষকের তিন দিনের পুলিশ হেফাজত নির্দেশ দিয়েছে কালনা আদালতের।
পূর্বস্থলী ১ ব্লকের বিদ্যানগর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীকে ওই স্কুলের শিক্ষক ভবতোষ বিশ্বাস তিন মাস আগে একটি দামী মোবাইল ফোন দেন। এরপর থেকে ওই ফোনে চলত রাতে ভিডিও কলিংয়ের মাধ্যমে কথাবার্তা। এরপর ছাত্রীর মা মেয়ের কাছ থেকে ফোনটি কেড়ে নিলে দেখতে পান মোবাইলে আপত্তিকর ছবি। এরপর ছাত্রীকে জিজ্ঞেস করলে ছাত্রী জানায়, তার শিক্ষক ভবতোষ তাকে মোবাইল ফোনটি দেন। তখন ছাত্রী মা দেখেন ওই মোবাইলের ভিতরে রয়েছে অশ্লীল ভিডিও ফটোগ্রাফি। এরপর ছাত্রীকে তার মা জিজ্ঞেস করলে ছাত্রী বলে, গত ১১ অগাস্ট স্কুল থেকে সুলন্টো পেপার মিলে একটি নিয়ে যায় তাকে। এমনকী ওই ছাত্রীর শরীরের বিভিন্ন জায়গায় হাত দেয় বলে অভিযোগ।
আরও পড়ুন: দুর্গাপুরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে
এরপর ওই ঘটনা জানাজানি হতেই ছাত্রীর মা নাদনঘাট থানায় অভিযোগ দায়ের করেন। তারই ভিত্তিতে শুক্রবার সকালে নাদনঘাট থানার পুলিশ গ্রেফতার করে ভবতোষের নামে এক শিক্ষককে গ্রেফতার করে। ধৃত ভবতোষ পূর্বস্থলী ১ ব্লকের বিদ্যানগর উচ্চ বিদ্যালয়ের একজন প্যারাটিচার বলে জানা গিয়েছে।
দেখুন আরও অন্যান্য খবর: