বক্সিরহাট: বিজেপির মণ্ডল সভাপতির বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ তুলে বিজেপি দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ দলীয় কর্মী সমর্থকদের। পাশাপাশি রাজ্য সড়ক অবরোধ করেও চলে বিক্ষোভ। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ ২ ব্লকের শালবাড়ি ২ গ্রাম পঞ্চায়েত এলাকায়।
জানা গিয়েছে, পঞ্চায়েত নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে শালবাড়ি -২ গ্রাম পঞ্চায়েত দখল করে বিজেপি। সেই গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা তথা তুফানগঞ্জ বিধানসভার বিজেপির ৩ মণ্ডল সভাপতি প্রভাত বর্মণ। গত ১১ নভেম্বর শালবাড়ি ২ গ্রাম পঞ্চায়েতের শক্তি প্রমুখদের পরিবর্তন করে নতুন মুখ আনা হয়। অভিযোগ, অঞ্চল কমিটির সঙ্গে কোনওরকম আলোচনা না করেই ওই শক্তি প্রমুখদের পরিবর্তন করেছেন মণ্ডল সভাপতি।
আরও পড়ুন: বাংলাদেশি বন্দি নিয়ে জেলে বেআইনি চক্র চলছে, অভিযোগ বিচারপতির
দলীয় কর্মীদের সঙ্গে কোনওরকম আলাপ আলোচনা করা হয়নি। টাকার ভাগ বসাতে নিজের মন পছন্দ লোকদের শক্তি প্রমুখের আসনে বসিয়েছেন মণ্ডল সভাপতি প্রভাত বর্মণ। এই অভিযোগ তুলে এদিন হরিপুর কামাখ্যাগুড়ি রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপির দলীয় কর্মী সমর্থকেরা। তল্লিগুড়ি বিজেপি দলীয় কার্যালযে তালা ঝুলিয়ে দেওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে।