বাঁকুড়া: ত্রাণের ত্রিপল দেওয়া নিয়ে বিজেপি বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন দলের নিচু তলা থেকে জেলার নেতৃত্বের একাংশ। দলের একাংশের অভিযোগ, গরীব মানুষকে ত্রিপল বিলি না করে বিধায়ক বাড়িতে ত্রিপল মজুত রেখেছেন। ত্রাণের ত্রিপল বিতরণ নিয়ে বিজেপি বিধায়কের এমন কীর্তিতে রীতিমতো ক্ষুব্ধ দুর্গত মানুষেরা। এই নিয়ে মুখে কুলুপ এটেছেন বিজেপি বিধায়ক নিলাদ্রি শেখর দানা। কটাক্ষ তৃণমূলের।
বিধায়ক হিসাবে নির্বাচিত হওয়ার পর থেকেই একাধিকবার কাঠগোড়ায় উঠেছেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নিলাদ্রী শেখর দানার ভূমিকা। সম্প্রতি পুলিশকে জুতো দেখানোয় বিতর্কে জড়িয়েছেন তিনি। এবার ত্রাণের ত্রিপল নিয়েও খোদ বিধায়কের ভূমিকা নিয়ে সরব হলেন বাঁকুড়া বিধানসভার মানুষ।
আরও পড়ুন: নির্যাতিতা চিকিৎসকের নামে এবার ‘নির্ভয়া সরণি’
জানা গিয়েছে, গত সপ্তাহে লাগাতার বৃষ্টিতে বাঁকুড়া বিধানসভা এলাকায় বহু গ্রামে কাঁচা বাড়ি ভেঙে পড়েছে। ক্ষতিগ্রস্থদের ত্রাণ হিসেবে সরকারের পক্ষ থেকে ত্রিপল দেওয়া হয়েছে। অভিযোগ, সেই ত্রিপল এলাকার দুর্গতদের না দিয়ে নিজের বাড়িতে জমিয়ে রেখেছেন বিধায়ক। আর এতেই ক্ষোভ ছড়িয়ে পড়ে এলাকার মানুষদের মধ্যে। ত্রাণ বিতরণের ক্ষেত্রে বিধায়কের এমন ভূমিকায় রীতিমতো ক্ষুব্ধ দলের বুথ সভাপতি থেকে জেলা নেতৃত্বের একাংশও।
এ ঘটনার জন্য খোদ বিধায়ককে কাঠগড়ায় তুলেছে শাসকদল। তৃণমূলের দাবি, নির্বাচিত হওয়ার পর থেকে কোনওদিনই বাঁকুড়ার মানুষ বিধায়ককে পাশে পায়নি। এই ঘটনা তারই নমুনা। ঘরে বাইরে প্রবল চাপের মুখে পড়ে বাঁকুড়ার বিধায়ক কী করে ক্ষোভ সামাল দেন, সেটাই এখন দেখার।
দেখুন আরও অন্যান্য খবর: