জলপাইগুড়ি: সঠিক সময়ে অ্যাম্বুলেন্স না আসায় এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠল জলপাইগুড়িতে। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মেটেলি ব্লকের বিধাননগর গ্রাম পঞ্চায়েতের বার্মাধুরা এলাকার ঘটনা। মৃত প্রসূতির নাম আমিলা ওরাও (২৩)।
জানা যায়, ওই প্রসূতি ৯ মাসের গর্ভবতী ছিলেন। বৃহস্পতিবার রাতে ওই প্রসূতির পেটে যন্ত্রণা শুরু হয়। এরপর পরিবারের তরফে সরকারি অ্যাম্বুলেন্সে ফোন করা হলেও তিনি সঠিক সময়ে না এসে অন্য অ্যাম্বুলেন্সকে ফোন করতে বলেন বলে অভিযোগ। অন্য অ্যাম্বুলেন্সকে ফোন করা হলে তিনি অনেক দেরিতে এসে পৌঁছয় বলে অভিযোগ পরিবারের। রাতেই ওই প্রসূতিকে চালসার মঙ্গলবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁর মৃত্যু হয়। এরপর প্রসূতির দেহ মেটেলি থানার পুলিশ এসে থানায় নিয়ে যায়। শুক্রবার দেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হয়।
আরও পড়ুন: বাঁকুড়ায় বাড়ছে ডেঙ্গির প্রকোপ, আক্রান্ত ১৯
শুক্রবার থানায় আসেন মেটেলির বিডিও অভিনন্দন ঘোষ। মৃত প্রসূতির পরিবারের তরফে এদিন অ্যাম্বুলেন্স দেরিতে আসা সহ আশা কর্মীদের দ্বারা পরিষেবা না পাওয়ার অভিযোগ তোলেন। মেটেলির বিডিও অভিনন্দন ঘোষ বলেন, সমস্ত অভিযোগ শোনা হয়েছে। বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে।