আরামবাগ: বিজেপির বুথ সভাপতিকে তৃণমুল পার্টী অফিসে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ। এরই প্রতিবাদে রবিবারও পথে নামতে দেখা যায় স্থানীয় মহিলা ও বিজেপি কর্মীদের। দোষীদের অবিলম্বে শাস্তির দাবীতে সরব হয়ে রবিবার আরামবাগ বর্ধমান প্রধান সড়ক বেশকিছুক্ষন অবরোধ করেন তাঁরা।
পাশাপাশি মারধরের ঘটনায় এদিন আক্রান্ত বিজেপি বুথ সভাপতি শ্রীমন্ত মালিকের বাড়িতে যান আরামবাগ বিজেপি জেলা সভাপতি বিমান ঘোষ ও বিজেপির নেতৃত্বরা। নেতাদের পেয়ে তাঁদের ঘিরে ধরেও ক্ষোভ উগরে দেন এলাকার মহিলারা। অবিলম্বে যাতে এই অত্যাচার বন্ধ হয় সেই দাবিতে বিজেপি নেতৃত্বদের উদ্যোগী হতে বলেন তাঁরা।
প্রসঙ্গত নির্বাচনের পর থেকেই রাজ্যের একাধিক জায়গায় হিংসার পরিবেশ তৈরি হয়েছে। শাসক-বিরোধী দুপক্ষের তরফে অভিযোগ আসছে। কোথাও বিজেপির পার্টি অফিসে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ আবার কোথাও তৃণমূল কর্মীকে খুন। এই পরিস্থিতিতে রাজনৈতিক তরজা শুরু হয়েছে রাজ্যজুড়ে। ইতিমধ্যে বিজেপির নেতা শুভেন্দু অধিকারী রাজ্যপালের কাছে এ বিষয়ে অভিযোগ জানিয়েছেন।