হোয়াট্সঅ্যাপ ব্যবহার করেছেন? তাহলে অবশ্যই সতর্ক হন। কিছু অসাধু মানুষ আপনার সব তথ্য চুরি করে আপনাকে ব্ল্যাকমেল করবে। তারপর আপনার কাছ থেকে টাকা হাতানোর চেষ্টা করবে। এমনকি আপনাকে চাকরির লোভ দেখিয়ে হোয়াট্সঅ্যাপে লিংক পাঠাবে। লিংকে ক্লিক করলেই বিপদ। এমনটাই অভিযোগ দুর্গাপুরের এক তরুণীর।
আরও পড়ুন: এক মিনিটে ফিরিয়ে আনুন ডিলিট হওয়া মোবাইল নম্বর
বেকারত্বের কারণে নাজেহাল পশ্চিমবঙ্গের মানুষ। বিশেষ করে মধ্যবিত্ত পরিবারের মানুষ। এমনই এক পরিবারের তরুণী স্নাতক ডিগ্রি পাস করে অনলাইনে জবের জন্য আবেদন জানিয়েছিলেন বহু জায়গায়। তবে চাকরি জোটেনি। ২০২৩ সালের নভেম্বর মাসে তার হোয়াট্সঅ্যাপে একটি ম্যাসেজ আসে। বেসরকারি সংস্থার নামে করে তাঁকে জবের জন্য অফার করে হয়। বেতন ভালো দেবে বলে প্রতারকরা দাবি করে। তারপর প্রতারকরা তাকে হোয়াট্সঅ্যাপে একটি লিংক পাঠায়। তরুণী কিছু না বুঝেই সেই লিংকে প্রবেশ করে। আর তারপরেই সমস্ত ব্যাক্তিগত তথ্য যেমন, ব্যাঙ্ক সম্পর্কিত যাবতীয় তথ্য, ছবি প্রতারকরা পেয়ে যায়। তারপর শুরু হয় ব্ল্যাকমেল। পরবর্তীতে তরুণী পুলিশে অভিযোগ জানায়।
পুলিশ সূত্রে খবর, রাজ্যের বিভিন্ন এলাকায় ফোন হ্যাক প্রতারণার অভিযোগ জমা হয়েছে। প্রতারকদের মূল টার্গেট কম বয়সী মেয়েরা। ফোন হ্যাক করে ব্ল্যাকমেল করে টাকা হাতানোর চেষ্টা করছে হ্যাকাররা। এই প্রতারণার বিরুদ্ধে সতর্কবার্তাও জারি করেছে পুলিশ।
আরও অন্য খবর দেখুন