মালদহ: বাড়িতে ডেকে এক নবম শ্রেণির স্কুল ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগ উঠল হাতুড়ে চিকিৎসকের বিরুদ্ধে। এই ঘটনায় ওই চিকিৎসকের হবিবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের ছাত্রীর পরিবারের। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদহের হবিবপুর থানার অন্তর্গত বেতপুর গ্রামে।
নাবালিকার পিতা জানিয়েছেন, এলাকায় এক হাতুড়ে চিকিৎসক তাঁর মেয়েকে বেশ কয়েকদিন ধরে ডাক্তারি হেলপারের কাজ শেখানোর জন্য বলেন। তাঁর মেয়েকে বাড়িতে ডাকেন ওই চিকিৎসক। এই সুযোগে বুধবার সন্ধ্যে ৭টা নাগাদ ফোন করে তার মেয়েকে বাড়িতে ডেকে ধর্ষণ করে বলে অভিযোগ। এরপর তাঁর মেয়ে কাঁদতে কাঁদতে বাড়িতে গিয়ে তাঁকে সমস্ত ঘটনা জানায়। সঙ্গে সঙ্গে দু একজনকে নিয়ে ওই হাতুড়ে চিকিৎসককে ধরে মারধর করে।
খবর পেয়ে ঘটনাস্থলে হবিবপুর থানার পুলিশ গিয়ে হাতুড়ে কিকিৎসককে গ্রেফতার করে। এই ঘটনায় নাবালিকার পরিবারের লোক ওই চিকিৎসকের বিরুদ্ধে হবিবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। বর্তমানে নির্যাতিতা কিশোরীর মালদহ মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন।