
জয়নগর: জয়নগরের (Jaynagar) মেরিগঞ্জে জলে ইভিএম (EVM) ফেলে দেওয়ার অভিযোগ। ঘটনায় ক্ষুব্ধ গ্রামবাসীরা। কুলতলির বিধায়ক গণেশ মণ্ডল জানিয়েছেন, ভোট শান্তিপূর্ণ হচ্ছিল। বিজেপির দুষ্কৃতীরা ইভিএম ছিনিয়ে নিয়ে গিয়ে জলে ফেলে দেয়। এই বিষয়ে বিজেপি প্রার্থী অশোক কান্ডারির বক্তব্য, ৪০ এবং ৪১ নম্বর বুথে এজেন্ট বসতে দেয়নি তৃণমূল। গ্রামবাসীরা ক্ষুব্ধ হয়। মহিলারা ইভিএম জলে ফেলে দেন।
জয়নগর লোকসভা কেন্দ্রের কুলতলি বিধানসভার মেরিগঞ্জ ২ গ্রাম পঞ্চায়েতে ৪০ ও ৪১ নম্বর বুথে তৃণমূল বিজেপি সংঘর্ষে আহত হয় ৬ জন। বিজেপির ২ জন আহত। তৃণমূলের ১ জন আহত হয়েছে। আহতদের কুলতলি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
আরও পড়ুন: তৃণমূল কার্যালয়ে আগুন ধরিয়ে দিল দুষ্কৃতীরা
আরও খবর দেখুন