ক্যানিং: ফের চিকিৎসার গাফিলতিতে মৃত্যুর অভিযোগ। ক্যানিং মহকুমা হাসপাতালে এক সিভিক ভলেন্টিয়ারের মৃত্যুতে এমনই অভিযোগ মৃতের পরিবারের। রবিবার দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং মহকুমা হাসপাতালে ভুবন মণ্ডল নামে এক সিভিক ভলেন্টিয়ারকে চিকিৎসা করাতে নিয়ে আসেন পরিবারের লোকজন। তবে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে তাঁকে ছেড়ে দেওয়া হয় বলে দাবি করেন পরিবারের লোকজন। তবে পরিবার অভিযোগ, চিকিৎসকেরা যদি তাঁকে ভর্তি রাখতেন এবং অক্সিজেন দিতেন তাহলে এমন ঘটনা ঘটত না।
সোমবার ভোরে ফের অসুস্থ হয়ে ওঠেন ভুবন। এরপরে পরিবারের লোকজনেরা তাঁকে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরিবার দাবি, গতকাল চিকিৎসককে ভর্তি রাখার এবং অক্সিজেন দেওয়ার পরামর্শ দিলেও তিনি ভুবনকে বাড়িতে পাঠিয়ে দেন। তবে ভুবনের ক্যান্সারের চিকিৎসা চলছিল। ক্যানিং পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। এই ঘটনায় পরিবার কান্নায় ভেঙে পড়ে এবং ক্যানিং মহকুমা হাসপাতালে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এই ঘটনা কর্তব্যরত চিকিৎসক কোনও প্রতিক্রিয়া দিতে রাজি হননি।
আরও পড়ুন: আপাতত ভারী বৃষ্টি নয়, পুজোতে কেমন থাকছে আবহাওয়া?
দেখুন আরও অন্যান্য খবর: