বোলপুর: মঙ্গলবার জেল থেকে ছাড়া পেয়ে বোলপুরের নিচুপট্টির বাড়িতে এসেছেন অনুব্রত মণ্ডল। প্রায় ২ বছর পর বোলপুরে ফিরতেই দলীয় কর্মী সমর্থকদের ভিড় চোখে পড়ার মতো। কিন্তু গতকালই বহু নেতা, মন্ত্রী, বিধায়ক, দেখা করতে এসে খালি হাতে ফিরতে হয়েছে। রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা সহ সাংসদ ও চার বিধায়ককে ফিরতে হয় কেষ্টর দুয়ার থেকে। তবে বুধাবার অনুব্রত দুপুরের পর একটি দলীয় নেতাদের দেখা করার ইচ্ছেপ্রকাশ করেছেন। স্বাভাবিকভাবেই এদিন বেলা ১২টার পরে দলীয় নেতাদের সঙ্গে বাড়িতে বৈঠক করবেন বলে সূত্র মারফত খবর।
এদিন সকালেই অনুব্রতর সঙ্গে দেখা করতে বোলপুরের নিচুপট্টির বাড়িতে হাজির দলীয় নেতাকর্মীরা। দুবরাজপুরের বহিষ্কৃত ব্লক তৃণমূল সভাপতি ভোলা মিত্র অনুব্রতর বাড়িতে এসেছেন। নিমাই দাস নামে আরও এক তৃণমূল নেতা কেষ্টর বাড়িতে এসেছেন। এখনও অনুব্রত কারও সঙ্গে দেখা করেননি। এদিন দুপুরে যে বৈঠকের সম্ভাবনা রয়েছে, তা ঘিরে শুরু হয়েছে জোর চাপানউতোর।
আরও পড়ুন: সরকারের প্রচেষ্টাতেই কলকাতায় সেমিকন্ডাক্টর, দাবি মমতার
দেখুন আরও অন্যান্য খবর: