কলকাতা: সাইবার প্রতারণার সঙ্গে যুক্ত এক যুবকের ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে উদ্ধার প্রায় ২ কোটি টাকা। বিহারের একটি প্রতারণা মামলার তদন্তে নেমে ইডি এই অভিযান চালায়।
স্থানীয় সূত্রের খবর, কেষ্টপুরের রবীন্দ্রপল্লির ১৮৯/১ ফ্ল্যাটে রবিন যাদব নামে ওই যুবক বন্ধুদের সঙ্গে ভাড়া থাকতেন। সেই ফ্ল্যাটে তল্লাশি চালান ইডি অফিসারেরা।
ইডি সূত্রে খবর, কেষ্টপুরের ওই ফ্ল্যাট থেকে প্রায় ২ কোটি টাকা উদ্ধার হয়েছে। রবিন বিহারে একটি সাইবার প্রতারণার সঙ্গে যুক্ত বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে।
এদিকে নিয়োগ দুর্নীতির তদন্তে বৃহস্পতিবার সকাল থেকে কলকাতা ও লাগোয়া ১০টি জায়গায়া তল্লাশি চালায় ইডি। সূত্রের খবর, তল্লাশি চলছে বিভিন্ন ব্যবসায়ী ও চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের ঠিকানায়। এদের মাধ্যমে নিয়োগ দুর্নীতির কালো টাকা সাদা করা হয়েছে বলে ইডি সূত্রের দাবি। অনুব্রত মণ্ডলের হিসাবরক্ষক মণীশ কোঠারির ঘনিষ্ঠ এক ব্যক্তিকে জেরায় পাওয়া তথ্যের ভিত্তিতে এই তল্লাশি বলে জানা গিয়েছে। বড়বাজার, মানিকতলা (Maniktala), আলিপুর (Alipur), সহ ১০ জায়গায় অভিযান চলে। বড়বাজারে নেতাজি সুভাষ রোডে এক চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের অফিসেও হানা হয়। মানিকতলায় মণিকলা আবাসনের ১৬ ও ১৮ তলায় দুই ব্যবসায়ীর দুটি ফ্ল্যাটে অভিযান চালায় ইডি। গণেশচন্দ্র অ্যাভিনিউয়ের ১৩ নম্বর ইম্পিরিয়াল হাউসেও গিয়েছে ইডি। আলিপুর পার্ক লেনের বেল এয়ার সাউথ সিটি আবাসনেও এক ব্যবসায়ীর ফ্ল্যাটে তল্লাশি চলছে।
আরও অন্য খবর দেখুন