সোনারপুর: স্কুলে ছাত্র-ছাত্রীর সংখ্যা শূন্য, নিজেদের ঘাটতির কথা স্বীকার প্রধান শিক্ষিকার। শিক্ষক আসে শিক্ষক যায়, বসে বসে মাইনে পায়। হ্যাঁ এমনই অভিযোগ উঠল পুরসভা এলাকায় দক্ষিণ শ্রীপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের একটি স্কুলের বিরুদ্ধে। শিক্ষক আছে কিন্তু ছাত্র-ছাত্রীদের দেখা নেই। দীর্ঘ কয়েক বছর ধরে ছাত্রছাত্রী কমতে কমতে এখন শূন্যে এসে দাঁড়িয়েছে। আর এই স্কুলে ছাত্রছাত্রী না আসায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা থেকে ছাত্র-ছাত্রীদের অভিভাবকরাও।
রাজপুর সোনারপুর পুরসভার কলকাতা লাগোয়া ৩২ নম্বর ওয়ার্ডের এই প্রাথমিক স্কুলটি এখন ভগ্ন দশা অবস্থায় পড়ে রয়েছে। এমনকি যাত্রাপালার রিহার্সালের জন্য স্টেজ ও করা রয়েছে স্কুলের এক কক্ষে। এছাড়াও খাওয়া-দাওয়ার জন্য সেখানে তৈরি করা হয়েছে একটি অস্থায়ী কাঠের চুলো। গোটা স্কুল জুড়ে ভর্তি হয়ে রয়েছে আগাছায়, যার ফলে বাড়ছে সাপের উপদ্রব।
এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষিকা অনিতা ঢালী জানান, এবছর অর্থাৎ ২০২৪ এর জানুয়ারি মাস থেকে একেবারে শূন্য হয়ে গিয়েছে স্কুলের ছাত্র-ছাত্রীর সংখ্যা। প্রাইমারি স্কুল ম্যানেজমেন্টকে এই স্কুলের বিষয়ে অবগত করা হয়েছে।
পাশাপাশি এই স্কুলের সভাপতি তথা রাজপুর সোনারপুর পুরসভার ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বরুণ সরকার তিনি বলেন, আশেপাশে প্রাইমারি স্কুলের সঙ্গে হাইস্কুল একসঙ্গে থাকায় তারা সেখানেই চলে যাচ্ছে।
এমতাবস্থায় প্রাইমারি স্কুল কর্তৃপক্ষ কেন কোন পদক্ষেপ গ্রহণ করছেন না? কারণ একসময় গমগম করে চলা স্কুল এখন ছাত্র-ছাত্রীর সংখ্যা শূন্য হয়ে দাঁড়িয়েছে। তাহলে কী এখন এই স্কুল বন্ধ করে দেওয়ার কোনও পরিকল্পনা নেওয়া হবে, নাকি এই স্কুলকে পুনরায় আবার নতুন করে গড়ে তোলার চেষ্টা চালাবে প্রাইমারি স্কুল কর্তৃপক্ষ? এই প্রশ্নই এখন এলাকার সাধারণ মানুষদের।