কলকাতা: কোনও হিংসা চাই না। পুলিশ ও প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা নিয়ে কাজ করতে হবে। সব বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে। আপনারা চিন্তা করবেন না বলে তিন জেলাকে কড়া বার্তা দিল নির্বাচন কমিশনের। শনিবার জাতীয় নির্বাচন কমিশন তিন জেলার জেলাশাসক, পুলিশ সুপার,পুলিশ কমিশনারদের নিয়ে বৈঠকে করে। সেখানে স্পষ্ট বার্তা, সময়ের মধ্যেই বাহিনী চলে আসবে। ভোটের দিন আপনারা প্রতি ১ ঘণ্টা অন্তর অন্তর রিপোর্ট দেবেন। নির্বাচনে হিংসার কোনও স্থান নেই, এটা আপনারা মনে রাখবেন। হিংসা মুক্ত নির্বাচন করতে হবে।
প্রথম দফার তিন লোকসভা কেন্দ্রে নির্বাচনের জন্য কড়া বার্তা জাতীয় নির্বাচন কমিশনের। এদিন জাতীয় নির্বাচন কমিশন তিন জেলার জেলাশাসক, পুলিশ সুপার,পুলিশ কমিশনারদের তিন জেলাকে বিশেষ ভাবে সতর্ক করে কমিশন।
আরও পড়ুন: উত্তরবঙ্গ কেন বিজেপিকে ভোট দেয়, ফুলবাড়ির সভায় প্রশ্ন মুখ্যমন্ত্রীর
পাশাপাশি প্রতিটি জেলায় সমন্বয়ের জন্য একজন সিআরপিএফ নোডাল অফিসার নিয়োগ করে নির্বাচন কমিশন। স্টেট পুলিশ নোডাল অফিসারের পর এবারের নির্বাচনে প্রথমবার সিআরপিএফ নোডাল অফিসার নিয়োগ করে কমিশন। প্রথম দফা নির্বাচন থেকেই কন্ট্রোল রুমের মাধ্যমে সমন্বয় রেখে কাজ করবেন এই সিআরপিএফ নোডাল অফিসার। জেলা নির্বাচনী আধিকারিক থেকে রাজ্যের পুলিশ প্রশাসনের সঙ্গে সমন্বয় রাখার জন্য এই সিআরপিএফ নোডাল অফিসারকে নিয়োগ করা হেয়েছে।
দেখুন আরও অন্যান্য খবর: