জলপাইগুড়ি: রাস্তার উপরে চাঁদার জুলুম। বাধা দিতে গেলে আক্রমণের শিকার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ)। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি থানার আংরাভাসা এলাকায়। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি পুলিশ।
জানা গিয়েছে, গতকাল রাত সাড়ে ১১টা নাগাদ জলপাইগুড়ি জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) ওয়াংদেন ভুটিয়া বানারহাটের দিক থেকে ধূপগুড়ি আসছিলেন। সেই সময় আংরাভাসা সংলগ্ন এলাকায় বেশ কিছু যুবক এশিয়ান হাইওয়ে ৪৮-র উপর গাড়ি দাঁড় করিয়ে চাঁদা তুলছিল। সেই সময় অতিরিক্ত পুলিশ সুপারের দেহরক্ষী গাড়ি থেকে নেমে ওই যুবকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে তাঁর উপরে আক্রমণ করা হয় বলে অভিযোগ। দেহরক্ষীকে বাঁচাতে গাড়ি থেকে নামতেই অতিরিক্ত পুলিশ সুপারকেও মারধর করা হয়। অভিযোগ, সুপারের মাথায় পাথর ছুড়ে মারে ওই যুবকেরা। ঘটনায় আহত হন অতিরিক্ত পুলিশ সুপার সহ তাঁর দেহরক্ষী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ধূপগুড়ি থানার পুলিশ। তড়িঘড়ি অতিরিক্ত পুলিশ সুপারকে উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন: ভাইফোঁটার দিন বৃষ্টির পূর্বাভাস, কী বলছে হাওয়া অফিস
হাসপাতাল চত্বরে দাঁড়িয়ে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, বেশ কিছু যুবক চাঁদা তুলছিল। সেই সময় গাড়ি আটক করে। তাঁর দেহরক্ষী গাড়ি থেকে নামলে, তাঁর উপরেও ঝাঁপিয়ে চড়াও হয় ওই যুবকরা। তখন গাড়ি থেকে নামতেই তারা আমার মাথায় পাথর ছুড়ে মারে। গাড়িও ভাঙচুর করা হয়। এই ঘটনায় এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।