Tuesday, July 8, 2025
HomeকলকাতাMunicipalities Vote 2022: দ্বিতীয় দফার পুরভোট পিছনোর আর্জি নিয়ে আজ কমিশনে বঙ্গ...

Municipalities Vote 2022: দ্বিতীয় দফার পুরভোট পিছনোর আর্জি নিয়ে আজ কমিশনে বঙ্গ বিজেপি

Follow Us :

কলকাতা: দ্বিতীয় দফার পুরভোট (Municipalities vote) পিছিয়ে দেওয়ার আর্জি নিয়ে আজ, সোমবার রাজ্য নির্বাচন কমিশনে (State Election Commission) যাবে বঙ্গ বিজেপি (BJP West Bengal)। দলীয় সূত্রে খবর, বঙ্গ বিজেপি-র (West Bengal BJP) একটি প্রতিনিধি দল রাজ্য নির্বাচন আধিকারিক সৌরভ দাসের সঙ্গে দেখা করে এই আর্জি জানাবে। রাজ্যের কোভিড পরিস্থিতি মাথায় রেখেই রাজ্য বিজেপি চাইছে দ্বিতীয় দফার পুরভোট যাতে অন্তত একমাস পিছিয়ে দেওয়া হয়।

অতিমারি পরিস্থিতিতে প্রথম দফায় রাজ্যের পুরনিগমের ভোট পিছিয়ে দেওয়া হলেও দ্বিতীয় দফার পুরভোটের নির্ঘণ্টে কোনও পরিবর্তন হয়নি। রাজ্য নির্বাচন কমিশনের নির্ঘণ্ট অনুযায়ী, ২৭ ফেব্রুয়ারি দ্বিতীয় দফায় ১০৮টি পুরসভার ভোট রয়েছে। পশ্চিমবঙ্গ বিজেপি-র মুখপাত্র শমীক ভট্টাচার্যকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা জানাচ্ছে, দ্বিতীয় দফায় ২৭ ফেব্রুয়ারির ভোট যাতে অন্তত চার সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়, সেই মর্মে কমিশনের কাছে আর্জি জানানো হবে। কারণ, বিজেপি মনে করে, কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার জন্য আরও কয়েক’টা দিন অপেক্ষা করা উচিত।

কলকাতা হাইকোর্টে পুরভোট সংক্রান্ত মামলার প্রেক্ষিতে এর আগে প্রথম দফার চারটি পুরনিগমের ভোট পিছনোর (postponement of civic elections) সিদ্ধান্ত নেয় রাজ্য নির্বাচন কমিশন। ২২ জানুয়ারি বিধাননগর, শিলিগুড়ি, চন্দননগর ও আসানসোল পুরনিগমের ভোট হওয়ার কথা ছিল। তিন সপ্তাহ পিছিয়ে তা ১২ ফেব্রুয়ারি করা হয়।

আরও পড়ুন Coronavirus India: উদ্বেগ বাড়াচ্ছে মৃত্যু, দেশে একদিনে করোনার বলি ৯৫৯ জন

বিজেপি কোভিড পরিস্থিতির কথা বলে কমিশনের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিলেও দেশে অতিমারি পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুসারে, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, দিল্লি, ওডিশা, হরিয়ানা ও পশ্চিমবঙ্গে দৈনিক সংক্রমণ কমতে শুরু করেছে। কেন্দ্রের সোমবার সকালের রিপোর্ট থেকে জানা যায়, বাংলায় এখন সক্রিয় কোভিড আক্রান্তের সংখ্যা কমে হয়েছে ৩১,৫৬২। এই অবস্থায় রাজ্য বিজেপি-র আবেদনে নির্বাচন কমিশন সাড়া দেয় কি না, তা দেখার।

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39