কলকাতা: সিমলা বেড়াতে গিয়ে মৃত্যু কালনার এনসিসির বেঙ্গল ব্যাটেলিয়নের হেডক্লার্ক গধাধর চট্টোপাধ্যায়ের। পরিবারকে বাঁচাতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, গদাধরের বাড়ি হুগলির শ্রীরামপুরে। তিনি কালনাতে এনসিসিতে কর্মরত ছিলেন ১৫ বছর ধরে।
জানা গিয়েছে, পুজোর ছুটি উপলক্ষে চলতি মাসের ১৮ তারিখ এনসিসির বেঙ্গল ব্যাটেলিয়ানের সহকর্মীদের সঙ্গে পরিবার নিয়ে বেড়াতে গিয়েছিলেন সিকিমে। গতকাল অর্থাৎ মঙ্গলবার দুপুরে সিমলা থেকে কল্পনা হয়ে কিন্নর যাওয়ার পথে ফটো শুট করার জন্য দাঁড়ান তাঁরা। সেই সময় হঠাৎই একটি ছোট গাড়ি উল্টোতে, উল্টোতে পড়তে থাকে পাহাড় থেকে। তিনি হঠাৎই দেখেন গাড়িটি পরিবারের থাকা গাড়ির দিকে এগিয়ে আসছে। তখনই তিনি ছুটে গিয়ে গাড়ির দরজা খুলে পরিবারের সবাইকে বার করে দিলেও তিনি আর গাড়ি থেকে বের হতে পারেননি।
আরও পড়ুন: পানিহাটিতে জল যন্ত্রণা, জলের পাম্প বন্ধ করে বিক্ষোভ
সেই গাড়ির আঘাতেই গাড়িটি দুমড়ে মুড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় গদাধরের। ৪৭ বছর বয়সি গদাধর ১৫ বছর কর্মরত ছিলেন এনসিসির বেঙ্গল ব্যাটেলিয়ানে। তাঁর মৃত্যুর খবর আসতেই শোকের ছায়া নেমেছে তাঁর বাড়ি শ্রীরামপুরে।
দেখুন আরও অন্যান্য খবর: