কেশপুর: কেশপুরে বিজেপির লোক খুন হতে পারেন বলে আশঙ্কা করেছিলেন ঘাটালের তৃণমূল প্রার্থী দেব। এবার দেবের নামে এবার আনন্দপুর থানায় অভিযোগ দায়ের করলেন বিজেপি। উল্লেখ্য, গত ৭ মে কেশপুরের বুড়াপাট পাচখুরী এলাকায় তৃণমূল প্রার্থী দেব ক্যামেরার সামনে দাবি করেন, ১০ মে থেকে ২০ মের মধ্যে কেশপুরে এক বিজেপি কর্মী খুন হবেন। আর এই মন্তব্যকে হাতিয়ার করেই বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক তন্ময় ঘোষ আনন্দপুর থানায় লিখিত অভিযোগ করে এফআইআর করার দাবি তোলেন। একইসঙ্গে এই ঘটনার শীঘ্র তদন্ত দাবি করেছেন তিনি।
জেলা পুলিশ সূত্রে খবর, অভিযোগ জমা পড়েছে, খতিয়ে দেখা হচ্ছে। বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক তন্ময় ঘোষ বলেন, তৃণমূল প্রার্থী দেব অশালীন মন্তব্য করেছেন। বিজেপি তার নিজের লোককে মেরে তৃণমূলের ঘাড়ে দোষ চাপিয়ে দিতে পারে বলে যে মন্তব্য করেছেন উনি, এর তীব্র নিন্দা করছি। ভোটের আবহে উনি অশান্তির বাতাবরণ তৈরি করতে চাইছেন কেশপুরে। মানুষ তৃণমূলের সঙ্গে নেই।
পাল্টা তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি আশিস হুদাইত বলেন, গণতান্ত্রিক দেশে যে কেউ অভিযোগ জানাতেই পারে। জনগণকে সাবধান ও সজাগ থাকার জন্য প্রার্থীও আশঙ্কা প্রকাশ করতেই পারেন। এটা নিয়ে বিজেপি রাজনৈতিক ফয়দা তোলার জন্য ময়দানে নেমেছে।
আরও পড়ুন: সন্দেশখালির ষড়যন্ত্রে দায়ী শুভেন্দু, ব্যবস্থার আর্জি জানিয়ে কমিশনে তৃণমূল