বাসন্তী: ফের বিজেপির গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে। মারধর বুথ সভাপতিকে। গ্রেফতার তিন। বিজেপির দলীয় বৈঠকে লোকসভা ভোটের হিসাব চাওয়াতে প্রদীপ নস্কর নামে স্থানীয় ১৮৩ নম্বর বুথ সভাপতিকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিজেপির বাসন্তীর ৫ নম্বর মণ্ডল সভাপতি তরুণ খান ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে। ঘটনায় প্রদীপ গুরুতর জখম হন। তাঁকে উদ্ধার করে প্রথমে বাসন্তী ব্লক গ্রামীণ হাসপাতাল ও পরে ক্যানিং মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, রবিবার বিকেলে গদখালি এলাকায় বিজেপি নেতৃত্বদের বৈঠক ছিল। কিন্তু সেই বৈঠকে ডাকা হয়নি প্রদীপকে। বৈঠকের খবর পেয়ে প্রদীপ সেখানে গেলে তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় বাসন্তী থানা অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে তিন বিজেপি কর্মীকে।
আরও পড়ুন: আরজি কর কাণ্ডের দ্বিতীয় শুনানি আজ, কী জানাবে CBI!