ভাটপাড়া: মুখ্যমন্ত্রী আমাকে খুন করার চক্রান্ত করেছেন। এমনই বিস্ফোরক অভিযোগ করলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিংহ। শনিবার তিনি বলেন, নবান্ন থেকে বসে মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে পরিকল্পিতভাবে খুন করার চক্রান্ত করছেন। পশ্চিমবঙ্গে যত প্রতিবাদী মানুষ আছেন, তাঁদের প্রত্যেককেই খুন করার চক্রান্ত করছেন মমতা। তাঁর এই মন্তব্যকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
উল্লেখ্য, শুক্রবার সকাল থেকে উত্তপ্ত ছিল ভাটপাড়ার মেঘনা মোড় এলাকা। অর্জুনের বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ ওঠে। পাশাপাশি বিজেপি নেতার আরও অভিযোগ, গতকাল তাঁর বাড়ির সামনে গুলিও চলেছে। আর এই গোটা ঘটনায় সরাসরি মুখ্যমন্ত্রীকে দুষলেন বিজেপি নেতা।
আরও পড়ুন: ধর্মতলায় অবস্থান নিয়ে জুনিয়র ডাক্তারদের বিবেচনার বার্তা কলকাতা পুলিশের
ইতিমধ্যে গতকালকের ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে জগদ্দল থানার পুলিশ। গতকাল অভিযোগ ওঠে, মজদুর ভবন লক্ষ্য করে বোমা ও গুলি ছোড়ে দুষ্কৃতীরা। পুলিশের সামনেই ২০ থেকে ২৫ বোমা ছোড়ে বলে অভিযোগ ওঠে। যদিও সেই অভিযোগ উড়িয়ে স্থানীয় তৃণমূল নেতা তথা জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম বলেন, সম্পূর্ণ মিথ্যে অভিযোগ করছেন অর্জুন।
দেখুন আরও অন্যান্য খবর: