Tuesday, July 8, 2025
HomeScrollজমি কেলেঙ্কারিতে গ্রেফতার বিজেপি নেতা
Jalpaiguri BJP Leader Arrest

জমি কেলেঙ্কারিতে গ্রেফতার বিজেপি নেতা

জমিদখল মামলায় দিল্লি থেকে গ্রেফতার তৃণমূল নেতা

Follow Us :

জলপাইগুড়ি: এবার জমি কেলেঙ্কারিতে গ্রেফতার বিজেপি নেতা। এদিকে শুক্রবারই জমি কেলেঙ্কারির ঘটনায় দেবাশিসের পর গ্রেফতার হলেন আরও এক তৃণমূল নেতা। জমি দখল মামলায় দিল্লি থেকে এসজেডিএ সদস্য গৌতম গোস্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২৬ জুন জমিদখল মামলায় গ্রেফতার করা হয় তৃণমূলের ডাবগ্রাম-ফুলবাড়ির ব্লক সভাপতি দেবাশীষ প্রামাণিককে। সেই জমি দখল মামলায় নাম জড়িত ছিল তৃণমূলের ডাবগ্রাম-ফুলবাড়ীর ব্লক সহ-সভাপতি গৌতম গোস্বামীর। তবে সেই সময় চিকিৎসার জন্য হায়দ্রাবাদে ছিলেন তিনি। অবশেষে দেবাশিস প্রামাণিকের গ্রেফতারির আটদিন পর দিল্লি থেকে গ্রেফতার হলেন গৌতম।

এদিকে এদিন জলপাইগুড়ি কিষান মোর্চার সহ সভাপতি উত্তর রায়কে জম কেলঙ্কারির ঘটনায় গ্রেফতার করেছে ভোরের আলো থানার পুলিশ। এদিন তাঁকে আদালতে নিয়ে যাওয়ার সময় তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, আমাকে বাম সরকার জমির পাট্টা দিয়েছিল। সেই জমিতেই আমি হোটেল করেছি। সেটাই আমার অন্যায়। আমি বিজেপি করি বলেই আমাকে ধরা হয়েছে। কেন ধরা হয়েছে সেটাই জানি না। ৩৫ বছর ধরে আমি বসবাস করছি। গতকাল আমাকে পুলিশ তুলে নিয়ে গিয়ে গ্রেফতার করল।

আরও পড়ুন: আগামী বছর দীঘায় গড়াবে রথের চাকা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39