দুর্গাপুর: বিজেপির পঞ্চায়েত সদস্যার স্বামীকে বেধড়ক মারধরের অভিযোগ। ধারাল অস্ত্রের কোপ। চোখে গুরুতর জখম ওই বিজেপি কর্মীকে নিয়ে আসা হল দুর্গাপুর মহকুমা হাসপাতালে। দুর্গাপুরের লাউদোহা থানার অন্তর্গত গৌরবাজার পঞ্চায়েতের শ্রীকৃষ্ণপুর এলাকার এই ঘটনায় এখন অভিযোগের কাঠগড়াতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। ভিত্তিহীন অভিযোগ, পাল্টা দাবি তৃণমূল নেতৃত্বের।
ঘটনার সূত্রপাত মঙ্গলবার। পাণ্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারির নেতৃত্বে শ্রীকৃষ্ণপুর গ্রামে গ্রাম চলো অভিযানের ডাকে বিজেপির একটি কর্মসূচি ছিল। যেখানে দুঃস্থদের বস্ত্র বিতরণের পাশাপাশি মেধাবী কৃতি ছাত্র ছাত্রীদের সম্বর্ধনা কর্মসূচি ছিল। অভিযোগ, আচমকা বাইকে চেপে বেশ কয়েকজন দুষ্কৃতী এই কর্মসূচি বানচাল করার জন্য তাণ্ডল শুরু করে। এরপর অনুষ্টান শেষ হতেই স্থানীয় বিজেপি পঞ্চায়েত সদস্যা জিতা লাহার স্বামীকে ঘিরে ধরে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ।
আরও পড়ুন: ফের বিনা চিকিৎসায় মৃত্যু যুবকের
লোহার রড দিয়ে বিকাশ লাহার চোখে আঘাত করা হয়েছে। রক্তাত্ত অবস্থায় তাঁকে প্রথমে লাউদোহা ব্লক স্বাস্থ্য কেন্দ্র ও পরে আজ সকালে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। চোখের আঘাত গুরুতর বলে জানা গিয়ছে। এই ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে দুর্গাপুরের লাউদোহা থানার শ্রীকৃষ্ণপুর গ্রাম এলাকায়।