কলকাতা: লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024) ৩০টি আসনের টার্গেট পূরণ করতে পারেনি বঙ্গ বিজেপি (BJP)। লোকসভা নির্বাচনের প্রচারে বারবার বঙ্গে এসেছেন মোদি-শাহের মতো কেন্দ্রীয় নেতৃত্ব। তাও আশানুরূপ ফল হয়নি। বঙ্গে নিজেদের হাল ফেরাতে তাই এবার লক্ষ্য ৪ কেন্দ্রের উপনির্বাচন (WB By-Election)। মানিকতলা, রায়গঞ্জ, রানাঘাট, বাগদা- রাজ্যের এই চার বিধানসভা কেন্দ্রে আগামী ১০ জুলাই উপনির্বাচন। সোমবারই চার কেন্দ্রের প্রার্থী ঘোষণা করেছে বঙ্গ বিজেপি।
প্রার্থী ঘোষণার পরেই উপনির্বাচনে ৪০ জন তারকা প্রচারকের নাম ঘোষণা করল বিজেপি। সেই তালিকায় যেমন রয়েছেন দিলীপ ঘোষ, লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল এবং তাপস রায়ের মতো পরাজিত প্রার্থীরা। আবার তেমনই রয়েছেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীর মতো বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্ব। গেরুয়া শিবির সূত্রে খবর, তারকা প্রচারকের তালিকায় রয়েছেন একাধিক সাংসদ ও অভিনেতা রুদ্রনীল ঘোষের নাম।
আরও পড়ুন: বন্দে ভারতের নামে শুধুই প্রচার হচ্ছে, আর কিছু না, রেলকে কটাক্ষ মমতার
উল্লেখ্য, চব্বিশের লোকসভা নির্বাচনে বাংলায় আসন সংখ্যা কমেছে বিজেপির। লোকসভা নির্বাচনের ফলের পুনরাবৃত্তি উপনির্বাচনে যাতে না হয় তাই দলীয় নেতাকর্মীদের মতামত মাথায় রেখেই প্রার্থী বাছাই করা হয়েছে বলেই গেরুয়া শিবির সূত্রে খবর। গত বিধানসভা নির্বাচনের মতো এবারও মানিকতলায় প্রার্থী কল্যাণ চৌবে। মতুয়াগড় হিসাবে পরিচিত বাগদায় প্রার্থী করা হয়েছে বিনয়কুমার বিশ্বাসকে। রানাঘাট দক্ষিণের প্রার্থী মনোজকুমার বিশ্বাস। মানসকুমার ঘোষকে রায়গঞ্জ কেন্দ্রের জন্য টিকিট দেওয়া হয়েছে। এই চার প্রার্থীর জয়ই এখন মূল লক্ষ্য বঙ্গ বিজেপির দলীয় নেতৃত্বের।
দেখুন বিস্তারিত