বহরমপুর: জোড়া মৃতদেহ উদ্ধার বহরমপুরে। বৃদ্ধ এক দম্পতির মৃতদেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল বহরমপুরের জর্জ কোর্ট মোড় এলাকায়। ওই দুই বৃদ্ধ-বৃদ্ধার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে বহরমপুর থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তাঁরা দুজনই অসুস্থ ছিলেন। নীচের ঘরের একটি খাটে থাকতেন তাঁরা। উপরের ঘরে থাকেন তাঁদের ছেলেমেয়ে। নীচের ঘরের সামনে একটি মুদিখানার দোকান রয়েছে। শুক্রবার সকালে একটি জায়গার মধ্যে ওই দুই বৃদ্ধ-বৃদ্ধার ঝুলন্ত মৃতদেহ দেখতে পান পরিবারের লোকজন। শম্ভুনাথ ঘোষ ও কল্পনা ঘোষ নামে ওই দুই বৃদ্ধ-বৃদ্ধা কেন আত্মহত্যা করলেন, অসুস্থতা সত্ত্বেও কীভাবে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলেন উঠেছে প্রশ্ন।
আরও পড়ুন: দুর্ঘটনার কবলে মালগাড়ি, লাইনচ্যুত ৫ বগি
যদিও পরিবারের লোকজন জানাচ্ছেন, দীর্ঘদিন ধরে রোগে ভোগার কারণেই তাঁরা আত্মহত্যা করেছেন বলে তাঁদের অনুমান। তবে এর পিছনে অন্য কোনও রহস্য লুকিয়ে রয়েছে কিনা তার তদন্ত শুরু করেছে বহরমপুর থানার পুলিশ। দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।