বসিরহাট: ইছামতির পাড় থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার। মৃতদেহর পাশেই পড়ে রয়েছে বাইক আর মদের বোতল। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে বিসরহাটে। মদের আসরে খুন না কি আত্মহত্যা, ধন্দে পুলিশ। শনিবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাটের সগুনা গ্রাম পঞ্চায়েতের ঘোলা এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃত ওই যুবকের নাম দেবব্রত বৈরাগী।
জানা গিয়েছে, এদিন সকালে দেবব্রতর ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয়রা। গাছের ডালে ঝুলন্ত অবস্থায় রয়েছে ওই যুবকের দেহ। পাশে একটি মোটর বাইক আর পড়ে রয়েছে মদের বোতলও। তড়িঘড়ি খবর দেওয়া হয় স্বরূপনগর থানার পুলিশকে। ঘটনাস্থলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে সারাফুল গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। মোটরবাইকের নম্বর প্লেট দেখে পুলিশ জানতে পেরেছে, ওই বাইকের মালিকের নাম আশিস বিশ্বাস, বাড়ি বনগাঁয়। মৃত যুবকের প্যান্টের পকেট থেকে ড্রাইভিং লাইসেন্স ও ভোটার কার্ড উদ্ধার হয়েছে। সেখান থেকে ওই যুবকের নাম জানা যায়। বাড়ি বনগাঁর পাঁচপোতা কালুপুর এলাকায়।
আরও পড়ুন: করাচিতে ইংল্যান্ডের ভিসা অফিসে ভেসে উঠল অশ্লীল ভিডিও
পুলিশের প্রাথমিক অনুমান, পরিচিত কেউ তাঁকে ডেকে এনে মদের আসর বসিয়েছিল ইছামতির পারে। তারপর তাঁকে পরিকল্পনা করে খুন করে ঝুলিয়ে দিয়েছে। এটা আসলে খুন নাকি আত্মহত্যা, তদন্ত শুরু করেছে স্বরূপনগর থানার পুলিশ।