বীরভূম: মা ও শিশুপুত্রের রক্তাক্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল বীরভূমের নলহাটিতে। শনিবার বীরভূমের নলহাটির নাকপুর চেকপোস্টের কাছে লোহাপুর ক্যাম্পের কাছে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার তদন্তে নলহাটি থানার পুলিশ।
এদিন কাকভোরে কিছু পথ চলতি মানুষ আচমকাই দেখতে পান বীরভূম-মুর্শিদাবাদ দুই জেলার সীমান্তবর্তী এলাকার নাকপুর চেকপোষ্টের ১৪ নম্বর জাতীয় সড়কের ধারে জমিতে পড়ে রয়েছে দুটি দেহ। খবর যায় পুলিশের কাছে। পুলিশ ঘটনাস্থলে এসে দেখে, মা ও পুত্র সন্তানের রক্তাক্ত দেহ পড়ে রয়েছে। ইতিমধ্যেই মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
আরও পড়ুন: বারাসতের ছায়া অশোকনগরে, ছেলেধরা সন্দেহে গণপিটুনি, আক্রান্ত পুলিশ
বীরভূমের ৫১ পীঠের অন্যতম সতীপীঠ নলহাটেশ্বরী। জেলার গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র। সেই এলাকায় যুগল মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এখনও পর্যন্ত পরিচয় জানা যায়নি মৃতদের। পুলিশ প্রাথমিক পর্যায়ে তদন্ত প্রক্রিয়া শুরু করেছে। খুনের কারণ কী, তা জানার চেেষ্টা করছে পুলিশ।
দেখুন আরও অন্যান্য খবর: