মধ্যমগ্রাম: অজ্ঞত পরিচয় এক মহিলার দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল উত্তর ২৪ পরগনাার মধ্যমগ্রামে। মধ্যমগ্রাম থানার এক বেসরকারি কলেজের পাশের বাণিকন্ঠক খাল থেকে উদ্ধার হয়েছে এক মহিলার বস্তাবন্দী পচা গোলা দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় মধ্যমগ্রাম থানার পুলিশ ও রাজ্য পুলিশের ডগ স্কোয়াড। দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েচে বারাসাত জেলা হাসপাতালে।
স্থানীয়দের অনুমান, নির্জন এলাকার সুযোগ নিয়ে অন্যত্র খুন করে বস্তাবন্দী মহিলার দেহ বাণীকন্টক খালে ফেলে দিয়ে যেতে পারে দুষ্কৃতিরা। বৃহস্পতিবার সকালে পুরসভার কর্মীরা খাল পরিষ্কার করতে এসে ওই বস্তাবন্দী দেহ দেখতে পান। দেহটির পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। ঘটনা তদন্ত শুরু করেছে মধ্যমগ্রাম থানার পুলিশ।
আরও পড়ুন: আরজি কর হাসপাতালে ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৩
দেখুন আরও অন্যান্য খবর: