Homeরাজ্যনিজের সার্ভিস রিভলবার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী BSF জওয়ান

নিজের সার্ভিস রিভলবার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী BSF জওয়ান

কলকাতা: নিজের সার্ভিস রিভলবার দিয়ে গুলি চালিয়ে আত্মঘাতী হলেন এক বিএসএফ জওয়ান (BSF Jawan)। নদিয়ার শান্তিপুর ব্লকের বাগ আঁচড়ার বাসিন্দা অজয় বিশ্বাস গুজরাটের (Gujarat) বিএসএফ ক্যাম্পে কর্মরত ছিলেন। সেখানেই রবিবার তিনি সার্ভিস রিভলবার দিয়ে নিজের মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেন। এই ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে বিএসএফের ওই ক্যাম্পে। কেন ওই বিএসএফ আধিকারিক আত্মহত্যা করলেন, সে ব্যাপারে ধোঁয়াশা রয়েছে

পরিবার সূত্রে জানা গিয়েছে, শান্তিপুর ব্লকের বাগআঁচড়া পঞ্চায়েতের বাসিন্দা নিতাই বিশ্বাসের ছেলে অজয় বিশ্বাস বিএসএফ জওয়ান। গুজরাটে কর্মরত ছিলেন। নদিয়ার হবিবপুরে সম্প্রতি অজয়ের বিয়ে ঠিক হয়েছিল। তার তোড়জোড়ও চলছিল। কিন্তু রবিবার সকালে তাঁর বাড়িতে খবর আসে যে, অজয় নিজের সার্ভিস রিভলবার থেকে মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন। কী কারণে নিজেকে এভাবে শেষ করে দিলেন এই যুবক, তা অনুমান করতে পারছেন না পরিবারের সদস্যরাও।

আরও পড়ুন: হাওড়ায় প্লাস্টিক গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

রবিবার ওই ঘটনার পর সোমবার গভীর রাতে বিএসএফের সহযোগিতায় গুজরাট থেকে শান্তিপুরে অজয়ের দেহ নিয়ে আসা হয়। রাতেই ওই যুবককে বিএসএফের পক্ষ থেকে গান স্যালুটের মাধ্যমে শেষ শ্রদ্ধা জানানো হয়। এর পর শান্তিপুর মহাশ্মশানে অজয় বিশ্বাসের সৎকার করা হয়। আচমকা এই ঘটনায় বিশ্বাসের পরিবার-সহ বাগআঁচড়া এলাকা একেবারে স্তব্ধ হয়ে গিয়েছে।

দেখুন আরও অন্য খবর

জেলা Bulletin | সপ্তাহের শেষে পারদ, রাজ্যে কবে জাঁকিয়ে শীত জানতে হলে দেখুন জেলা বুলেটিন

RELATED ARTICLES

Most Popular

Recent Comments