ব্যারাকপুর: আবারও ব্যারাকপুরের এক ব্যবসায়ীকে তোলা চেয়ে হুমকি ফোন ও মেসেজ। গোটা ঘটনায় আতঙ্কে ওই ব্যবসায়ী। দুষ্কৃতীদের নজর থেকে বেরোতে পারছেন না ব্যারাকপুরের অভিজাত ব্যবসায়ীরা। এবার দুষ্কৃতীদের নজরে ব্যারাকপুরের অভিজাত বিরিয়ানী ব্যবসায়ী অনির্বাণ দাস। ব্যারাকপুরের অভিজাত ডি বাপি বিরিয়ানির দোকানে বছরখানেক আগেও হামলা চালানোর ঘটনা ঘটে। এবার দোকান মালিক অনির্বাণ দাসকে দেওয়া হল ফোনে হুমকি।
মাস চারেক আগে অনির্বাণকে ফোন করে টাকা চেয়েছিল দুষ্কৃতীরা। ব্যবসায়ীর অভিযোগ, সোমবার প্রতি মুহূর্তে তাঁর গাড়ি ফলো করে দুটি বাইকে থাকা চারজন ব্যাক্তি। গোটা বিষয়টি তিনি জানিয়েছেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার আলোক রাজোরিয়াকে। ঘটনাক্রমে তিনি আবার মোহনপুর পঞ্চায়েতের সদস্য। সেই মর্মে তৃণমূলের বিধায়ক সাংসদকেও বিষয়টি তিনি জানিয়েছেন। সব পক্ষ থেকে সাহায্য করার আশ্বাস দেওয়া হয়েছে। যদিও গোটা বিষয়টি যথেষ্ট আতঙ্কিত বিরিয়ানি ব্যবসায়ী অনির্বাণ দাস।
আরও পড়ুন: প্রায় ৩ মাস ধরে জলসঙ্কট, প্রতিবাদে রাস্তা অবরোধ গ্রামবাসীদের
বলা ভালো বর্তমানে তিনি আতঙ্কে জেরে ঘরবন্দি অবস্থায় রয়েছেন। তিনি জানিয়েছেন, একজন ব্যবসায়ীকে এইভাবে হুমকি, নজরে রাখা হলে তিনি ব্যবসা করবেন কী করে। অন্যদিকে মোহনপুর পঞ্চায়েতের প্রধান নির্মল কর বলেন, কী হয়েছে সঠিক বলতে পারব না। তবে পুলিশ প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে।
দেখুন আরও অন্যান্য খবর: