কলকাতা: আগামী শুক্রবার রাজ্যে প্রথম দফার ভোট (Loksabha Vote)। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে ভোটগ্রহণ। ভোটের পরেও ওই তিন কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী থাকবে বলে জানিয়ে দিল নির্বাচন কমিশন (National Election Commission)। কমিশন সূত্রে জানা গিয়েছে, ওই তিন কেন্দ্রে দু কোম্পানি করে মোট ৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। তার মধ্যে ১ কোম্পানি করে বাহিনী স্ট্রং রুম পাহারা দেওয়ার জন্য ব্যবহার করা হবে। ১ কোম্পানি বাহিনী থাকবে অশান্তি ঠেকাতে। দ্বিতীয় দফার ভোটে কীভাবে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে তা নিয়ে সোমবার বৈঠক করেন রাজ্যের মুখ্য নির্বাচনী দফতর।
কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে, প্রথম দফার মতো দ্বিতীয় দফাতেও ১০০ শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে। রাজ্যে মোট ২৯৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে। দ্বিতীয় দফার ভোটে মোট ২৭২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে। ১ মার্চ থেকে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী এসেছে। প্রথম দফায় ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছিল। ৭ মার্চ এসেছিল আরও ৫০ কোম্পানি। ১ এপ্রিলের পর আরও ২৭ কোম্পানি বাহিনী রাজ্যে আসে।
আরও পড়ুন: কেজরিওয়ালকে জেলে সন্ত্রাসবাদীর মতো রাখা হয়েছে, অভিযোগ পঞ্জাবের মুখ্যমন্ত্রীর
আরও খবর দেখুন