পূর্ব বর্ধমান: তালিকায় যাঁদের নাম নেই তাঁরাও পাকা বাড়ি পাবেন। সোমবার পূর্ব বর্ধমানের জেলাশাসকের দফতরের প্রশাসনিক বৈঠকে পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বলেন, বন্যার জল কমে গেলেই এলাকার প্রশাসনের ব্যক্তিরা পরীক্ষা করতে যাবেন। চিন্তা করার কিছুই নেই। শস্যবিমা থেকে টাকা পাবেন ভুক্তভোগীরা। ডিসেম্বর মাসে প্রায় ১১ লক্ষ মানুষকে পাকা বাড়ি দেবে এই সরকার।
যাঁদেক তালিকায় নাম নেই, তাঁরা পাকা বাড়ি পাবেন, এই নিয়ে কোনও সংশয় নেই।
মুখ্যমন্ত্রীর আরও নির্দেশ, দুর্যোগপূর্ণ আবহাওয়াতে ফের বন্যা পরিস্থিতি জোরালো হতে পারে। সে কারণে সকলকে সজাগ থাকতে হবে। বিশেষ করে ডিএম, জেলাশাসক, এসডিও ও বিডিওদের বলা হয়েছে তাঁরা যেন বন্যা দুর্গত মানুষকে তড়িঘড়ি উদ্ধার করে ত্রাণ শিবিরে নিয়ে আসেন।
আরও পড়ুন: ইংরেজি মাধ্যম স্কুলের হস্টেলে শ্লীলতাহানির অভিযোগ
এদিন আবারও বন্যা পরিস্থিতির জন্য ডিভিসিকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, পশ্চিমবঙ্গ নদীমাতৃক রাজ্য। পুরো একটা নৌকার মতন। এখানে যেমন সমুদ্র আছে ,তেমনি নদী, পুকুর আছে। অথচ কেন্দ্রীয় সরকার গঙ্গা অ্যাকশন প্ল্যানের জন্য এ রাজ্যে কিছু করে না।
দেখুন আরও অন্যান্য খবর: